নগরীর ঝাউতলার
বাসিন্দা বাংলাদেশ রেলওয়ে সাবেক বিভাগীয় কর্মকর্তা মরহুম সৈয়দ আব্দুল
বাতেন ও মায়া-লিলি হেরিটেজ ভবনের ল্যান্ড ওনারের জ্যেষ্ঠ পুত্রমরহুম সৈয়দ
শাহ আলম (মিলন) এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষেমিলাদ ও দোয়া অনুষ্ঠান করা
হয়েছে। গতশুক্রবার এম আর সি মায়া-লিলি হেরিটেজ ভবনে মরহুমের ছোট ভাই এম.
আয়.সি. মায়া-লিলি হেরিটেজ ফ্ল্যাট মালিক সমিতির উপদেষ্টা সৈয়দ শহিদুল আলম
(রিপন) এর আয়োজনে এ দোয়া ও কুলখানী করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান চৌধুরী লাভলু, আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, বীর
মুক্তিযোদ্ধা নূরে আলম ভূঁইয়া, ডা: জোবায়ের আহমেদ, ইঞ্জিনিয়ার মোঃ মফিজুল
ইসলাম চৌধুরী, গোলাম এহসান চৌধুরী, ডাঃ মোঃ, আল - আমিন চৌধুরী, ডাঃ মতিউর
রহমান, আবু তাহের, উদ্যোক্তা ও অনলাইন পোর্টাল সময় নিউজ ২৪ ডটকম সম্পাদক
বি. এম. মালেক রিপন, ম্যানেজার জনতা ব্যাংক মোঃ মাশিহুর রহমান, মোঃ
মিনহাজুর রহমান, প্রফেসর ফরিদ আহমেদ মজুমদার, আবু নাসের, আনিছুর রহমান,
মিজানুর রহমান, ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম তুষার, মোঃ মোসলেম উদ্দিন,
রোটা. কাজী জাকির হোসেন, রিকর, জুয়েল, ওয়াজকুরুনী, সাবাব, আবুল বাশার, মোঃ
মনির, মাওলানা মো. ইব্রাহীম, মোঃ সফিউল্লাহ, মাওলানা শাহজালাল সিরাজি, মোঃ
নজির আহমেদ, আফজাল ড্রাইভার এতিম খানা ও মাদ্রাসার ছাত্র শিক্ষকবৃন্দসহ
স্থানীয় ইমান, খতিব ওপ্রতিবেশীরা উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি
