নিজস্ব প্রতিবেদক।।
ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও প্রার্থিতার বৈধতার বিরুদ্ধে
দায়ের করা আপিল শুনানির নবম ও শেষ দিন আজ রবিবার (১৮ জানুয়ারি)। এদিন
নির্বাচন কমিশনে কুমিল্লার তিনজন হেভিওয়েট প্রার্থীসহ মোট চার প্রার্থীর
মনোনয়ন বাতিল ও প্রার্থিতার বৈধতার বিরুদ্ধে করা আপিলের শুনানি অনুষ্ঠিত
হবে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শুনানির শেষ
দিনে কুমিল্লা জেলার একাধিক গুরুত্বপূর্ণ সংসদীয় আসনের প্রার্থীদের আপিল
নিষ্পত্তি করা হবে। এর মধ্যে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপির মনোনীত
হেভিওয়েট প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতার বৈধতা
নিয়ে করা আপিল অন্যতম আলোচিত বিষয়।
সূত্র জানায়, শনিবার (১৭ জানুয়ারি)
কায়কোবাদের বিরুদ্ধে উত্থাপিত দ্বৈত নাগরিকত্বের অভিযোগ সংক্রান্ত আপিলের
শুনানি নির্বাচন কমিশনে অনুষ্ঠিত হলেও শুনানিকালে দুই পক্ষের আইনজীবীদের
মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে কমিশন ওইদিন কোনো সিদ্ধান্ত না
দিয়ে আজ রবিবার পরবর্তী শুনানি ও রায়ের তারিখ নির্ধারণ করে।
এদিকে আজ
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসনের বিএনপির মনোনীত হেভিওয়েট
প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতার বৈধতার বিরুদ্ধে দায়ের করা
আপিলেরও শুনানি অনুষ্ঠিত হবে। তার প্রার্থিতার বিরুদ্ধে আপিল করেছেন একই
আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজী নূরে আলম সিদ্দিকী।
অন্যদিকে,
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আজ আরও দুই প্রার্থীর আপিল শুনানি অনুষ্ঠিত
হওয়ার কথা রয়েছে। তারা হলেন, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের বিএনপির
বিদ্রোহী স্বতন্ত্র হেভিওয়েট প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া এবং
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম।
এ
বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন,
নির্বাচন কমিশনে আজ শুনানির শেষ দিনে কুমিল্লার বেশ কয়েকজন হেভিওয়েট
প্রার্থীসহ মোট চার প্রার্থীর প্রার্থিতার বৈধতা ও মনোনয়ন বাতিলের বিরুদ্ধে
করা আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। শনিবার কুমিল্লা-৩ আসনের প্রার্থী কাজী
শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের আপিল শুনানি হলেও আইনজীবীদের হট্টগোলের
কারণে কমিশন আজকের জন্য পরবর্তী শুনানি ও রায়ের দিন নির্ধারণ করে।
