শনিবার ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২
হাজার হাজার গ্রাহকের টাকা আত্মসাতঃ
কুমিল্লায় আইসিএল শফিক ডিবির হাতে গ্রেপ্তার
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১২:৫৮ এএম আপডেট: ১৭.০১.২০২৬ ১:২৯ এএম |



কুমিল্লায় আইসিএল  শফিক ডিবির হাতে গ্রেপ্তারনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় গ্রাহকের আমানতের টাকা আত্মসাতের অভিযোগে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (আইসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানার কাগজপত্র উপস্থাপন শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল আলম শাহ। তিনি বলেন, “আইসিএল-এর এমডি শফিকুর রহমানের বিরুদ্ধে গ্রাহকদের অর্থ আত্মসাতসহ একাধিক মামলার সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। চৌদ্দগ্রাম থানা পুলিশের চাহিদার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”
এদিকে শফিকুর রহমান গ্রেপ্তার হওয়ায় ভুক্তভোগী গ্রাহকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তারা দ্রুত ও কার্যকর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের ন্যায্য পাওনা ফেরত নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।
গ্রাহকদের অভিযোগ, আমানত পরিশোধ দেখানোর জন্য ভুয়া রশিদ ও সমন্বয় কাগজপত্র তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে উপস্থাপন করা হয়েছিল। বাস্তবে অধিকাংশ গ্রাহকই কোনো অর্থ ফেরত পাননি। এতে ক্ষুব্ধ হয়ে চৌদ্দগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় গ্রাহকরা বিক্ষোভ ও মানববন্ধন করেন। কেউ কেউ অর্থ ফেরতের দাবিতে নতুন করে মামলা ও উচ্চ আদালতে রিট আবেদন করেন।
আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন সংস্থাও অনুসন্ধান চালিয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লার একই পরিবারের তিনজনের প্রাণহানী
নাঙ্গলকোটে আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ২
আমরা মিলে গেছি, কারো বিরুদ্ধে কথা বলে লাভ নাই : মনির চৌধুরী
ব্রাহ্মণপাড়ায় গরম পানিতে পড়ে শিশুর মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতা সোহাগ মেম্বার গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রার্থিতা ফিরে ফেলেন সামিরা আজিম দোলাসহ কুমিল্লার আরও দুই প্রার্থী
কুমিল্লায় বিএনপির বিদ্রোহ প্রশমনে তারেক রহমানের হস্তক্ষেপ
২৫৩ আসনে ১১ দলীয় জোটের ৮ দলের প্রার্থী ঘোষণা
কর্মসংস্থানের মাধ্যমে কুমিল্লাকে এগিয়ে নিতে চাই- দ্বীন মোহাম্মাদ
দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২