চাঁদপুর
নৌপুলিশের তৎপরতায় চুরি হওয়া একটি স্পিডবোট ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ
ঘটনায় জড়িত মূল আসামি মুন্সীগঞ্জ জেলার কালিরচর এলাকার আব্দুল কাদেরকে
(২৬) আটক করে নৌপুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে আসামিকে আটক করতে সক্ষম হয় নৌপুলিশ।
এ সময় চুরি হওয়া ২০০ সিসি একটি স্পিডবোট উদ্ধার করা হয়।
চাঁদপুর
নৌ থানার সাব-ইন্সপেক্টর সুফল চন্দ্র সিংহ জানান, চাঁদপুর সদর মডেল থানা
একটি স্পিডবোট চুরির ঘটনায় মামলায় চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের ধারাবাহিক ও
সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ
এলাকা থেকে মামলার তদন্তে মূল আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার
আসামিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকালে ঢাকার সাভার
থানাধীন শ্যামলাপুর এলাকায় বুড়িগঙ্গা নদীর সংলগ্ন একটি খালের মধ্যে অভিযান
চালিয়ে চুরি হওয়া ১৬ লাখ টাকা মূল্যের ২০০ সিসি একটি স্পিডবোট জব্দ করা
হয়।
