শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬
৩ মাঘ ১৪৩২
সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১২:৫০ এএম |

সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে
যৌথ বাহিনীর অভিযানে গত সোমবার চুয়াডাঙ্গার জীবননগরে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়া ব্যক্তির নাম শামসুজ্জামান ডাবলু (৫০)। তিনি জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। এই মৃত্যুকে কেন্দ্র করে জীবননগর উপজেলা উত্তাল হয়ে ওঠে। ক্ষুব্ধ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঘটনাটিকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ দাবি করে তাৎক্ষণিকভাবে বিক্ষোভে ফেটে পড়েন। তারা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জড়ো হন। সড়কে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দেন। এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষের এই ক্ষোভ রাত থেকে পরদিন পর্যন্ত গড়ায়। নিরাপত্তার অভাবে সেখানে আবার সেনাবাহিনী নিয়োগ করা হয়। পরিস্থিতি একসময় এমন দাঁড়ায় যে, পুলিশ উত্তেজিত জনতার হামলার শিকার হয়।
স্থানীয় মানুষের অভিযোগ, ডাবলু নিরপরাধ ছিলেন। মৃতের ভাই বলেছেন, ডাবলুকে অমানবিকভাবে পেটানো হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু নয়, হত্যাকাণ্ড। বিএনপি মহাসচিব এই মৃত্যুর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘নিরাপত্তা বাহিনীর হাতে এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিচারবহির্ভূতভাবে নির্যাতন করে হত্যা দেশের আইনের চরম অবমাননা।’ 
দায়িত্বরত সেনাসদস্যরা অবশ্য নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন। অনানুষ্ঠানিকভাবে তারা দাবি করেছেন, ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠান থেকে তারা অবৈধ অস্ত্র উদ্ধার করেছেন। তিনি আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
গণমানুষের তীব্র বিক্ষোভের প্রেক্ষাপটে এ ঘটনায় সেখানকার সেনা ক্যাম্পের কমান্ডার এবং অভিযানে অংশ নেওয়া সব সেনাসদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়। গত মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ঘটনাটি অনাকাক্সিক্ষত, দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে সেনাবাহিনী সঠিক কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করেছে। দোষী সাব্যস্ত হলে সেনা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সেনা অভিযান বা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কারো মৃত্যু কাম্য নয়। কিন্তু অনেক সময় এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায়, যা জীবনহানির সঙ্গে সঙ্গে জনজীবনকে উত্তপ্ত করে তোলে। সেনাবাহিনী ঘটনার প্রতিক্রিয়ায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। অভিযানে অংশ নেওয়া সব সেনাসদস্যকে প্রত্যাহার করে নিয়েছে। এই পদক্ষেপ প্রশংসনীয়। কিন্তু এই অভিযানটি চালানো হয়েছিল রাত সাড়ে দশটায় আর এর দুই ঘণ্টা পর রাত সাড়ে বারটার দিকে শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়। কেন এত রাতে এই অভিযান চালানো হলো, তা নিয়ে প্রশ্ন তোলা যায়। এর আগে রাতে এই ধরনের অভিযান চালানো হলে অনভিপ্রেত ঘটনা ঘটার দৃষ্টান্ত রয়েছে। রাতের অভিযান সম্পর্কে সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর তাই আরও সতর্ক থাকা প্রয়োজন ছিল।
সামনে নির্বাচন, দেশে এখন স্বাভাবিকভাবেই সার্বিক পরিবেশ যাতে শান্ত থাকে সেই বিষয়টিও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর মনে রাখা প্রয়োজন। কোনো অভিযানই যাতে মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে না পৌঁছায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এই মৃত্যুতে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন সেকথাই স্মরণ করিয়ে দিয়েছে। তারা বলেছে, রাষ্ট্রীয় হেফাজতে থাকা যে কোনো ব্যক্তির সুরক্ষা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনি দায়িত্ব। শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে তারা। সেনাবাহিনী ও প্রশাসন এই ঘটনার তদন্ত করবে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। সেই সঙ্গে, আমরা মনে করি, এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হলে তদন্ত কার্যক্রমটি নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। সরকার এ বিষয়ে উদ্যোগী হতে পারে। ভবিষ্যতে কোনো অবস্থাতেই যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সে ব্যাপারে সেনাবাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় বিএনপির বিদ্রোহ প্রশমনে তারেক রহমানের হস্তক্ষেপ
কর্মসংস্থানের মাধ্যমে কুমিল্লাকে এগিয়ে নিতে চাই- দ্বীন মোহাম্মাদ
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বিএনপির বিদ্রোহ প্রশমনে তারেক রহমানের হস্তক্ষেপ, সমন্বয়কের দায়িত্ব পেলেন হাজী ইয়াছিন
কুমিল্লায় আসছেন তারেক রহমান
দাউদকান্দিতে স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা
ঋণ পরিশোধ করেছেন মঞ্জুরুল মুন্সী, মামলা নিষ্পত্তির নির্দেশ
ঘাতক স্বামী চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২