বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬
২ মাঘ ১৪৩২
বুড়িচংয়ে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা,
ঘাতক স্বামী চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
গাজী জাহাঙ্গীর আলম জাবির
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১:১১ এএম আপডেট: ১৫.০১.২০২৬ ১:২২ এএম |



ঘাতক স্বামী  চট্টগ্রাম থেকে  গ্রেপ্তার কুমিল্লার বুড়িচং উপজেলায় নেশার টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রীর বিশেষ অঙ্গে বাঁশ ঢুকিয়ে নির্মম নির্যাতনে হত্যার মামলার আসামি আত্মগোপনে থাকা ঘাতক স্বামীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। (১৪ জানুয়ারি) বুধবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।
পুলিশ জানায়,বুড়িচং উপজেলার পূর্ণমতি পূর্বপাড়ার এলকায় নেশার টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রী লিজা আক্তার (৩৪)কে বিশেষ অঙ্গে বাঁশ ঢুকিয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করে চট্টগ্রামে বোনের বাড়িতে আত্মগোপনে চলে যায় ঘাতক স্বামী দুলাল মিয়া (৩৭)। নিহত পরিবারের তথ্যমতে (১৩ জানুয়ারি) মঙ্গলবার রাতে বুড়িচং থানার পুলিশের এসআই রাকিব হাসানের নেতৃত্বে চট্টগ্রাম চান্দগাঁও থানা পুলিশ ও র‌্যাব-৭ এর সহযোগীতায় হত্যার আসামি দুলাল মিয়াকে তার বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
নিহত গৃহবধূর নাম লিজা আক্তার (৩৪)। তিনি পূর্ণমতি পূর্বপাড়ার মৃত. তাজুল ইসলামের মেয়ে এবং বাউল শিল্পী ইমন সরকারের বোন ছিলেন। অভিযুক্ত স্বামীর নাম দুলাল মিয়া (৩৭) তিনি একই উপজেলার পূর্ণমতি গ্রামের তল্লা পাড়ার আব্দুল বারেকের ছেলে। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে—রিফাত হোসেন (১৩), সাথী আক্তার (৯) ও সানজিদা আক্তার (৩)। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়,গত (৭ জানুয়ারি) বুধবার দিবাগত রাতে দুলাল মিয়া নেশার জন্য স্ত্রী লিজা আক্তারের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সন্তানদের সামনে স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে বিশেষ অঙ্গে ভয়াবহ নির্যাতন চালিয়ে লিজাকে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত স্বামী। পরে স্থানীয়রা আহত অবস্থায় লিজা আক্তারকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত মারা যান।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন,লিজা আক্তারের হত্যা মামলার আসামি দুলাল মিয়াকে চট্টগ্রাম চান্দগাঁও বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় আসছেন তারেক রহমান
মনিরুল হক চৌধুরী ও আব্দুল মতিনের প্রার্থিতার বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর
কুমিল্লায় প্রবাসফেরৎ যুবকের বিরুদ্ধে ৬৭ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ
গণভোট ও নির্বাচন নিয়ে বেতারের কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠান হবে কুমিল্লায়
দাউদকান্দিতে স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রার্থীতা ফিরে পেলেন আরো চারজন
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অব্যাহতির সুপারিশ, দুই শিক্ষককে সতর্কবার্তা
নিখোঁজের ১২দিন পর কচুরিপানায় মিললো অটোচালকের লাশ
‘আমার আব্বুরে মাইরা ফালাইছে’
বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী খুন- ভারতে পালানোর সময় বিজিবির হাতে গ্রেফতার ৩ আসামি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২