কুমিল্লার
বুড়িচং উপজেলায় নেশার টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রীর বিশেষ অঙ্গে
বাঁশ ঢুকিয়ে নির্মম নির্যাতনে হত্যার মামলার আসামি আত্মগোপনে থাকা ঘাতক
স্বামীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। (১৪ জানুয়ারি) বুধবার
দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।
পুলিশ জানায়,বুড়িচং উপজেলার পূর্ণমতি
পূর্বপাড়ার এলকায় নেশার টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রী লিজা আক্তার
(৩৪)কে বিশেষ অঙ্গে বাঁশ ঢুকিয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করে
চট্টগ্রামে বোনের বাড়িতে আত্মগোপনে চলে যায় ঘাতক স্বামী দুলাল মিয়া (৩৭)।
নিহত পরিবারের তথ্যমতে (১৩ জানুয়ারি) মঙ্গলবার রাতে বুড়িচং থানার পুলিশের
এসআই রাকিব হাসানের নেতৃত্বে চট্টগ্রাম চান্দগাঁও থানা পুলিশ ও র্যাব-৭ এর
সহযোগীতায় হত্যার আসামি দুলাল মিয়াকে তার বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
নিহত
গৃহবধূর নাম লিজা আক্তার (৩৪)। তিনি পূর্ণমতি পূর্বপাড়ার মৃত. তাজুল
ইসলামের মেয়ে এবং বাউল শিল্পী ইমন সরকারের বোন ছিলেন। অভিযুক্ত স্বামীর নাম
দুলাল মিয়া (৩৭) তিনি একই উপজেলার পূর্ণমতি গ্রামের তল্লা পাড়ার আব্দুল
বারেকের ছেলে। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে—রিফাত হোসেন (১৩),
সাথী আক্তার (৯) ও সানজিদা আক্তার (৩)। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়,গত
(৭ জানুয়ারি) বুধবার দিবাগত রাতে দুলাল মিয়া নেশার জন্য স্ত্রী লিজা
আক্তারের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে
সন্তানদের সামনে স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে বিশেষ অঙ্গে ভয়াবহ
নির্যাতন চালিয়ে লিজাকে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত
স্বামী। পরে স্থানীয়রা আহত অবস্থায় লিজা আক্তারকে উদ্ধার করে কুমিল্লা
মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর
সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত মারা যান।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন,লিজা আক্তারের হত্যা মামলার আসামি দুলাল
মিয়াকে চট্টগ্রাম চান্দগাঁও বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে
আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
