ইসমাইল
নয়ন।। কুমিল্লার পুলিশ সুপার মো: আনিছুজ্জামান, পিপিএম মহোদয় এর
নির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম এর
তত্ত্বাবধানে এসআই মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্সসহ গ্রেপ্তারি পরোয়ানা
তামিল, মাদকদ্রব্য উদ্ধার অভিযান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে
ব্রাহ্মণপাড়া থানাধীন ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল কাজী মার্কেট টু
ধান্যদৌল বাজারগামী তিন রাস্তার মোড়ে রাজ্জাকের দোকানের সামনে অভিযান
পরিচালনা করে গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ১৪ কেজি গাঁজাসহ ২
মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলেন একই উপজেলার
শশীদল গ্রামের মো: সাদেক মিয়ার ছেলে মোঃ রেজাউল করিম প্রকাশ রাকিব (২৫) ও
একই এলাকার মো: আমিনুল ইসলাম এর ছেলে মোঃ তারেক (২০) কে গ্রেপ্তার করে জেল
হাজতে প্রেরণ করেছেন।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ
সাব্বির মোহাম্মদ সেলিম তপন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া
থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে
প্রেরণ করা হয়।
