শাহীন আলম।
কুমিল্লার
দেবিদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর
রাজ্জাক রুবেল হত্যা মামলার এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত আসামি ইউপি
চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূঁইয়াকে (৬৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার
(১৫ জানুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের সূর্যপুর গ্রামের
নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জালাল
উদ্দিন ভূঁইয়া কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের সূর্যপুর গ্রামের
মৃত আব্দুল হামিদ ভূঁইয়ার ছেলে। তিনি সাবেক এমপি আবুল কালাম আজাদের
অনুসারী ছিলেন।
মামলাসূত্রে পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন
চলাকালে রুবেল হত্যা মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি ওয়ারেন্টের
ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারের পর বিকেলে তাকে
কুমিল্লা আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
মামলা
সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট দেশে চলমান বৈষম্যবিরোধী
ছাত্র-জনতার আন্দোলনের সময় দেবিদ্বারে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ ও
সহিংসতার ঘটনা ঘটে। ওই দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হয় পৌর স্বেচ্ছাসেবক দলের
নেতা আব্দুর রাজ্জাক রুবেল। এ ঘটনায় কুমিল্লা আদালতে বিএনপি নেতা আবুল
কাশেম ও দেবিদ্বার থানায় নিহত রুবেলের মা হোসনেয়ারা বেগম বাদি হয়ে পৃথক
দুটি হত্যা মামলা দায়ের করেন, ওই মামলায় হাজী জালাল উদ্দিন ভূঁইয়া
এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত আসামী।
এ মামলা ছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলন
চলাকালে সংঘটিত হামলা ও সহিংসতার ঘটনায় দায়ের হওয়া আরও একাধিক মামলার আসামি
হিসেবেও হাজী জালাল ভূঁইয়ার এজহারনামীয় বলে জানায় পুলিশ।
দেবিদ্বার
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “ভানী ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূঁইয়া রুবেল হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত
আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার
ওপর হামলা ও হত্যার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তিনি এজহারনামীয়
আসামী। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে সূর্যপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে
বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
