নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ কিংবা ২৫ জানুয়ারি কুমিল্লা সফরে আসতে পারেন জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, ‘আগামী ২৪ ও ২৫ জানুয়ারি দলের চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম বিভাগ সফরের সময়সূচি রয়েছে। এরই মধ্যে একদিন তিনি কুমিল্লায় আসবেন। যে কারণে কুমিল্লা টাউন হলকে সম্ভাব্য ভেন্যু হিসেবে পরিদর্শন করে গিয়েছে চেয়ারম্যানের নিরাপত্তা দল- সিএসএফ সদস্যরা। সিএসএফ কর্মকর্তা ক্যাপ্টেন আজমের নেতৃত্বে বুধবার দুপুরে টাউন হল মাঠ পরিদর্শন করেন সিএসএফ কর্মকর্তারা। এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।’
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, “তারেক রহমানের আগমন কুমিল্লার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বাড়াবে।”
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, “২০০৩ সালে তারেক রহমান কুমিল্লা স্টেডিয়ামে একটি ইউনিয়নের কর্মী সভায় বক্তব্য দিয়েছিলেন। এই প্রথম কুমিল্লা জেলায় বড় মহাসমাবেশে আমাদের নেতা বক্তব্য রাখবেন। তারেক রহমানের আগমনে কুমিল্লার ১১ টি আসনের ধানের শীষের প্রার্থীদের বিজয়ের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে। তাকে বরণ করতে হাজার হাজার নেতাকর্মী অপেক্ষা করছে । নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি হবে নেতার আগমনকে ঘিরে ।”
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লায় আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজকে মাঠ পরিদর্শন করা হয়েছে । উনাকে দেখার জন্য উনার বক্তব্য শোনার জন্য কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা অপেক্ষার প্রহর গুনছে ”।
বিএনপি নেতৃবৃন্দ আরও জানান, দলীয় কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন এবং কুমিল্লার জনগণ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
