কুমিল্লায়
সৎ সঙ্গের প্রাণ পুরুষ যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল
চন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব বর্ষস্মরণ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ ও ২
জানুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী কুমিল্লা মহেশাঙ্গণ নাট
মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় সমবেত
প্রার্থনা শেষে গঙ্গা আহবান ও মাঙ্গলিক অধিবাস এবং শুক্রবার সকালে সমবেত
প্রার্থনা, শ্রীমদ্ভাগবত পাঠ, লীলা কীর্তন ও মাতৃ সম্মেলন শেষে মহাপ্রসাদ
বিতরণ এবং ধর্মসভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- পাবনা হিমাইতপুর
কেন্দ্রীয় আশ্রমের সাধারণ সম্পাদক তাপস বর্মন।
অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন- শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কুমিল্লা জেলা শাখার সভাপতি
অধ্যাপক দিলীপ পোদ্দার। সবশেষে উৎসবাঞ্জলী ও জয় রাধে কীর্তন অনুষ্ঠিত হয়।
ওই
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন
করা হয়। এতে প্রধান অতিথির রাখেন- কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত
প্রার্থী মনিরুল হক চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু ও কুমিল্লা দক্ষিণ জেলা
বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং সদর দক্ষিণ উপজেলা
সভাপতি এডভোকেট আক্তার হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- শ্রী শ্রী
ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক বিনয় ভূষণ
সাহা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর আহবায়ক শ্রী শ্যামল
কৃষ্ণ সাহা ও সদস্য সচিব সঞ্জিত দেবনাথসহ অনুষ্ঠানে আগত হাজারো
ভক্ত-শ্রোতা।
