
কেন্দ্রীয়
কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর উদ্যোগে বেগম খালেদা
জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ
জুমা কুমিল্লা কান্দিরপাড় কেন্দ্রীয় মসজিদের এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে বিএনপির কার্যালয়ে ও এসআর প্লানেটস্থ কার্যালয়ে পৃথক দোয়া
মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা
করা হয়।
দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত
প্রার্থী মনিরুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া,
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা মহানগর
বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক
আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন,
সদস্য হাজী সিদ্দিকুর রহমান, সদর দক্ষিণ উপজেলার সভাপতি এডভোকেট আক্তার
হোসেন, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, মহানগর স্বেচ্ছাসবক দলের সিনিয়র
যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, যুগ্ম আহ্বায়ক -১ আতিক সেলিম রুবেলসহ
জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
