ইসমাইল নয়ন।।
কুমিল্লা
দক্ষিণ জেলা বিএনপির অন্তর্গত ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ
সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এর মাধ্যমে তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদ ফিরে পেয়েছেন।
গতকাল
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল
কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে
উল্লেখ করা হয়, দলীয় নীতি ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে
তাকে বহিষ্কার করা হলেও পরবর্তীতে তার আবেদনের আলোকে বহিষ্কারাদেশ
প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও
বলা হয়, এখন থেকে ভিপি সরকার জহিরুল হক মিঠুন দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে
বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা
প্রকাশ করছে।
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পূর্বে তাকে বিএনপির প্রাথমিক
সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে তার আবেদনের
প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
সরকার
জহিরুল হক মিঠুনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে উপজেলার তৃণমূলের
নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেছে। এ নিয়ে তারা সামাজিক
যোগাযোগ মাধ্যমে আলহামদুলিল্লাহসহ নানা স্লোগান লিখে পোস্ট দিচ্ছেন।
উল্লেখ্য,
ভিপি সরকার জহিরুল হক মিঠুন দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী
দল বিএনপির সঙ্গে সম্পৃক্ত থেকে তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়
ভূমিকা পালন করে আসছেন। তিনি তৃণমূলের নেতাকর্মীদের কাছে একজন পরিচিত ও
গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি আমরা দুনিয়া ও আখিরাতের কাজ
করি (দ্বীনের পথে) সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
বহিষ্কারাদেশ
প্রত্যাহারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ভিপি সরকার জহিরুল হক মিঠুন বলেন,
দলের এই সিদ্ধান্তে আমি কৃতজ্ঞ। মরহুমা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং
আল্লাহ তায়ালা যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। পাশাপাশি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দল আমাকে যে আস্থা ও বিশ্বাস দিয়েছে, তা রক্ষা করতে সর্বোচ্চ নিষ্ঠা ও
দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব ইনশাআল্লাহ।
