শুক্রবার ২ জানুয়ারি ২০২৬
১৯ পৌষ ১৪৩২
কুমিল্লা-৪ (দেবিদ্বার)
স্ত্রীর চেয়ে সম্পদ কম মঞ্জুরুল মুন্সীর
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১:০৮ এএম আপডেট: ০২.০১.২০২৬ ১:৩৬ এএম |



স্ত্রীর চেয়ে সম্পদ কম মঞ্জুরুল মুন্সীরশাহীন আলম। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। তিনি ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ৭৫ বছর বয়সী এ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার। তবে তিনি পেশায় একজন ব্যবসায়ী। অস্থাবর সম্পদ হিসেবে এ প্রার্থীর নামে নগদ ৭ লাখ ৯৪ হাজার ৯৬০ টাকা এবং স্ত্রী মাজেদা আহসান মুন্সীর নামে দেখানো হয়েছে ২১ লাখ ৮৭ হাজার ৯৮৩ টাকা। তবে তাঁর স্ত্রী একজন গৃহিনী।  
গত ২৯ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসানের কাছে জমা দেয়া নির্বাচনী হলফনামায় তিনি এসব তথ্য উল্লেখ করেছেন তিনি। 
হলফনামায় তিনি আরও উল্লেখ করেছেন, ২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাজনৈতিক কারণে তাঁর বিরুদ্ধে দেবিদ্বার আমলী আদালতে ২৩টি মামলা হয়েছে। এর মধ্যে ৬টিতে তিনি খালাস পেয়েছেন। বাকিগুলো স্থগিত ও প্রত্যাহার হয়েছে।
হলফনামায় তাঁর আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ প্রার্থীর নামে জমাকৃত অর্থ রয়েছে  ৭ হাজার ৮২১ টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ৭২৫ টাকা মাত্র। বন্ড, কোম্পানীর শেয়ার রয়েছে ৩ লক্ষ ৫০ হাজার টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ৭ লক্ষ ৫০ হাজার টাকা এবং তাঁর নির্ভরশীলদের নামে রয়েছে আরও ৭ লক্ষ ৫০ হাজার টাকা। স্বামী এবং স্ত্রীর নামে মোট ৯৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র রয়েছে। বিএনপির এ প্রার্থীর নামে ৬১ লাখ ৭২ হাজার টাকা এবং স্ত্রীর নামে ৮৫ লাখ ৫৬ হাজার টাকা মূল্যের যানবাহন রয়েছে। প্রার্থীর কাছে ১ লক্ষ ৩৫ হাজার টাকার আগ্নেয়াস্ত্র রয়েছে। কৃষি থেকে তাঁর বার্ষিক আয় ৩ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা। আর স্ত্রী-সন্তানের বার্ষিক আয় ৬ লাখ ৭৫ হাজার টাকা। প্রার্থীর শেয়ার, বন্ড ও সঞ্চয়পত্র আছে ৫ লাখ ৬৫ হাজার ৫৪১ টাকার। তিনি একটি কোম্পানীর পরিচালকের দায়িত্বে রয়েছেন সেখান থেকে পরিচালক ভাতা বাবদ প্রতি বছরে পান ১২ লাখ টাকা। চারবারের এ সংসদ সদস্য ও তার স্ত্রীর কাছে রয়েছে ১০ হাজার টাকার  সোনা ও অন্যান্য গহনা। এ ছাড়াও তাঁর কাছে ৭ লক্ষ টাকার বিভিন্ন ইলেকট্রিক পণ্য এবং ৫০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে। আর স্ত্রী’র নামে রয়েছে ১০ হাজার টাকার আসবাবপত্র। 
চলতি অর্থবছরে তিনি আয়কর বিবরণীতে প্রার্থীর সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন, ১ কোটি ৩২ লাখ ১৪ হাজার টাকা। তাঁর স্ত্রীর নামে দেখানো হয়েছে ৩ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা। তার স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে পৌনে ২ একর কৃষিজমি। আর স্ত্রীর নামে ২ কোটি ১১ লাখ ৭০ হাজার টাকার মূল্যের বাড়ি ও অ্যাপার্টমেন্ট রয়েছে। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের পাচকুরি বাড়ি মৃত আজগর আলী মুন্সীর ছেলে। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কোটি টাকার দৌড়ে কুমিল্লার প্রার্থীরা কে কত এগিয়ে
স্ত্রীর চেয়ে সম্পদ কম মঞ্জুরুল মুন্সীর
বছরের প্রথম দিনের উপহার টেলিস্কোপে চাঁদ সূর্য দেখা
দাউদকান্দি সেতুর নিচে উদ্ধারকৃত টাইম বোমা নিষ্ক্রিয়
ভিপি জহিরুল হক মিঠুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জানাজায় ইমামতি করেন কুমিল্লারমুফতি আব্দুল মালেক
কুমিল্লায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা
তারেক রহমানকে চিঠি, নতুন সূচনার প্রত্যাশা নরেন্দ্র মোদীর
চিরনিদ্রায় খালেদা জিয়া
দেশে এমন জানাজা আগে দেখেনি কেউ:
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২