আলমগীর হোসেন, দাউদকান্দি ।।
ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর নিচে উদ্ধারকৃত একটি টাইম ফিউজ
এক্সপ্লোসিভ (টাইম বোমা সদৃশ) সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। ১ জানুয়ারি
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা ৫ মিনিট পর্যন্ত এন্টি টেররিজম
ইউনিটের (এটিও) বোম ডিসপোজাল টিমের সদস্যরা সেটি নিরাপদভাবে নিষ্ক্রিয়
করেন।
পুলিশ জানায়, গত ৮ ডিসেম্বর সেনাবাহিনীর একটি টহল দল দাউদকান্দি
মেঘনা-গোমতী সেতুর নিচে ঝোপের ভেতর থেকে একটি সন্দেহজনক বিস্ফোরক বস্তু
উদ্ধার করে। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলে বস্তুটি জব্দ
করা হয়। জব্দকৃত বিস্ফোরকটি ছিল লাল স্কচটেপে মোড়ানো, টেনিস বলের সমান
আকারের এবং আনুমানিক ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের একটি টাইম ফিউজ
এক্সপ্লোসিভ।
বিস্ফোরক নিষ্ক্রিয়করণ কার্যক্রম চলাকালে আশপাশের এলাকায়
সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা
হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দাউদকান্দি
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আব্দুল হালিম বলেন, এন্টি টেররিজম
ইউনিটের (এটিও) বোম ডিসপোজাল টিমের সদস্যরা সকালে এসে ঘটনাস্থলে গিয়ে
উদ্ধারকৃত একটি টাইম ফিউজ এক্সপ্লোসিভ (টাইম বোমা সদৃশ) সফলভাবে নিষ্ক্রিয়
করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে
তিনি জানান৷
