প্রদীপ মজুমদার :
কুমিল্লার
লালমাই উপজেলায় অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রি করার অভিযোগে মোবাইল
কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) অভিযানে জসিম উদ্দিন নামে এক মাটি ব্যবসায়ীকে
৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে
উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের যাদবপুর গ্রামে এই অভিযান পরিচালনা করেন
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযান
চলাকালে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে দণ্ডিত হন জসিম উদ্দিন। পরে
পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের কারণে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০
অনুসারে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জানা
যায়, উপজেলার নয় ইউনিয়নে ফসলি জমির টপসয়েল কাটার মহোৎসব চলছে।
উপজেলা
নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু বলেন, “পরিবেশ ও জনস্বার্থ
রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। অবৈধ মাটিকাটাসহ পরিবেশ বিধ্বংসী
কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি
অনুসরণ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।
