
ভারতের
ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিল) বা নারী আইপিএলের চতুর্থ আসরের পর্দা
উঠবে আগামী ৯ জানুয়ারি। যার জন্য নিলাম হয়েছে এক মাস আগে। আসন্ন ডব্লিউপিল
শুরুর আগে দুই অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার এলিসে পেরি ও আনাবেল
সাদারল্যান্ড ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করেছেন। এ ছাড়া ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে ডাক পাওয়ায় আইপিএল খেলবেন না
যুক্তরাষ্ট্রের তারা নরিস।
এদিকে, অস্ট্রেলিয়ান দুই ক্রিকেটারসহ তিনজনের
বদলিও ইতোমধ্যে ঘোষণা করেছে নারী আইপিএলের সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো।
দিল্লি ক্যাপিটালস সাদারল্যান্ডের বদলি হিসেবে আরেক অজি লেগস্পিনার
অ্যালানা কিং এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেরির জায়গায় ভারতীয়
ক্রিকেটার সায়ালি সাটগারেকে নিয়েছে। এ ছাড়া উত্তরপ্রদেশ (ইউপি) ওয়ারিয়র্স
তারা নরিসের বদলি হিসেবে দলে ভিড়িয়েছে অজি ব্যাটিং অলরাউন্ডার চারলি নটকে।
এলিসে
পেরি এখন পর্যন্ত অনুষ্ঠিত তিন মৌসুমেই বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। আসন্ন
আসরের জন্য তাকে ২ কোটি রুপিতে ধরে রাখে ফ্র্যাঞ্চাইজিটি। নারী আইপিএলের
ইতিহাসে পেরি দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক, ২০২৪ সালে প্রথমবার
বেঙ্গালুরুর শিরোপা জয়েরও অন্যতম নায়ক এই অজি তারকা। পেরির জায়গায় ডাক
পাওয়া সাটগারে ভারত জাতীয় দলের জার্সিতে তিনটি ওয়ানডে খেলেছেন, গত দুই
ডব্লিউপিএলে ৪ ম্যাচ খেলেন গুজরাট জায়ান্টসের হয়ে। কিন্তু এবারের নিলামে দল
পাননি। পেরির অনুপস্থিতিতি সেই সুযোগ করে দিয়েছে। বেঙ্গালুরু সাটগারের
নিয়েছে ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতে।
