
আজ
নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে ছিল জাতীয় অ-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের
ফাইনাল। আজ ভোরেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন
বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। বাফুফে তাৎক্ষণিকভাবে আজ ফেডারেশনের
আওতাধীন সকল খেলা স্থগিত ঘোষণা করে।
জাতীয় অ-১৫ চ্যাম্পিয়নশিপের খেলা
স্থগিত করলেও দুই ফাইনালিস্ট বরিশাল ও বিকেএসপিকে যুগ্ম চ্যাম্পিয়ন করা
হয়েছে। বাফুফে নির্বাহী কমিটির সদস্য ও এই টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান
মঞ্জুরুল করিম বলেন, ‘আমরা সবাই দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণে
শোকাহত। সবাই মানসিকভাবে ব্যথিত ও বিপর্যস্ত ফলে এখানে খেলা আয়োজন সম্ভব
নয়। দুই দলের সম্মতিতে যুগ্ম চ্যাম্পিয়ন করা হয়েছে।’
২০২৪ সালের
অক্টোবরে বাফুফে নির্বাচন হয়। সেই নির্বাচনের মাস দু’য়েক পরই জাতীয় পর্যায়ে
এই টুর্নামেন্ট শুরু হয়। আঞ্চলিক পর্যায়ে খেলা হওয়ার পর মাঝে কয়েক মাস
বিরতি ছিল। ২১ ডিসেম্বর ১২ দল নিয়ে নোয়াখালীতে চূড়ান্ত পর্ব শুরু হয়।
