শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২
চান্দিনায় ড. রেদোয়ান আহমেদ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে একযোগে কাজ করার আহবান
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৭ এএম আপডেট: ২৭.১২.২০২৫ ১:১৭ এএম |



 চান্দিনায় ড. রেদোয়ান আহমেদ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে একযোগে কাজ করার আহবানরণবীর ঘোষ কিংকর।
দলে ফিরেই বিএনপি’কে রাষ্ট্র ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন কুমিল্লা-৭ চান্দিনা আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। 
তিনি বলেন- ইতোমধ্যে কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা এলডিপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ওইসব কমিটিতে যারা ছিলেন তারা আমার সাথেই বিএনপিতে যোগদান করেছেন। বর্তমানে যারা বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন সবাই পূর্বের সকল মতানৈক্য ও ভেদাভেদ ভুলে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে এবং তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মিলে মিশে এক সাথে কাজ করতে হবে।  
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩টায় চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
সাবেক ওই প্রতিমন্ত্রী চান্দিনা উপজেলা বিএনপি’র বর্তমান নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন- আমি চাই সকলে এগিয়ে আসুন। আমার সাথে আমার যে সকল নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন তারাও আপনাদের নেতৃত্বে থেকে আমার জন্য কাজ করবেন। আপনারাও দায়িত্ব সহকারে আমার নির্বাচন পরিচালনা করবেন। 
ড. রেদোয়ান আহমেদ নিজের নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে কঠোর হুশিয়ারি করে বলেন- আমাকে বিএনপি গ্রহণ করে দলের মনোনয়ন দিয়ে পাঠিয়েছে। সুতরাং আমার কোন নেতা-কর্মী কখনও চান্দিনার বিএনপি’র নেতা-কর্মীর সাথে কোন প্রকার অসদাচরণ করলে আমার কাছে ক্ষমা পাবেন না। 
এসময় উপস্থিত ছিলেন ড. রেদোয়ান আহমেদ তনয় সুলতান মঈন আহমেদ রবিন, বিএনপি নেতা মহিচাইল ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান একেএম সামছুল হক মাস্টার, মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাশেম, মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ অধ্যক্ষ মো. আবু তাহের, মোয়াজ্জেম হোসেন ভূইয়া, অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, বাতাঘাসী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া, শাহ আলম, জামসেদ আহমেদ জাকি প্রমুখ। 
ড. রেদোয়ান আহমেদ ২৪ ডিসেম্বর দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এলডিপির রাজনীতি থেকে পদত্যাগ করে বিএনপি’তে যোগদান করেন এবং বিএনপি’র মনোনয়ন পান। তিনি বিএনপি’তে যোগদানের পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা চান্দিনায় আসেন। শুক্রবার বাদ জুম্মা ইলিয়টগঞ্জ এলাকায়, কেরণখাল ইউনিয়নের নূরীতলা শাহী ঈদগাহ মাঠে বিকাল ৪টায়, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মাঠে বিকাল পৌঁনে ৫টায় স্থানীয় নেতা-কর্মীরা তাকে সংবর্ধনা প্রদান করেন। 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বিএনপি ‘বাঁচাতে’হাজী ইয়াছিনের অনুরোধ
জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
বাবার সমাধির সামনে জলভরা চোখে তারেক রহমান
হাদি হত্যার বিচারের দাবিতে কুমিল্লায় ইনকিলাব মঞ্চের দোয়া ও বিক্ষোভ
দেশের প্রথম বাইক ট্র্যাক ট্রেইল রেস হলো কুমিল্লার লালমাই পাহাড়ে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় দুর্ঘটনার পর বাসে আগুন দিলো স্থানীয়রা
কুমিল্লায় কুয়াশার চাদরে ঢাকা সূর্য: জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত
অসহায়, নিপীড়িত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম -জসিম উদ্দিন সিআইপি
মাতৃভূমিতে তারেক রহমান
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন মাজার জিয়ারতের মাধ্যমে হাতী প্রতীকের নির্বাচনী প্রচারণা শুরু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২