রণবীর ঘোষ কিংকর।
দলে
ফিরেই বিএনপি’কে রাষ্ট্র ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান
জানিয়েছেন কুমিল্লা-৭ চান্দিনা আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর
মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।
তিনি বলেন- ইতোমধ্যে কুমিল্লা উত্তর
জেলা ও চান্দিনা উপজেলা এলডিপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ওইসব
কমিটিতে যারা ছিলেন তারা আমার সাথেই বিএনপিতে যোগদান করেছেন। বর্তমানে যারা
বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন সবাই পূর্বের সকল মতানৈক্য ও ভেদাভেদ ভুলে
বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে এবং তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে
শক্তিশালী করতে মিলে মিশে এক সাথে কাজ করতে হবে।
শুক্রবার (২৬
ডিসেম্বর) বিকাল ৩টায় চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি ডিগ্রি
কলেজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা
বলেন।
সাবেক ওই প্রতিমন্ত্রী চান্দিনা উপজেলা বিএনপি’র বর্তমান
নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন- আমি চাই সকলে এগিয়ে আসুন। আমার সাথে আমার
যে সকল নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন তারাও আপনাদের নেতৃত্বে থেকে
আমার জন্য কাজ করবেন। আপনারাও দায়িত্ব সহকারে আমার নির্বাচন পরিচালনা
করবেন।
ড. রেদোয়ান আহমেদ নিজের নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে কঠোর
হুশিয়ারি করে বলেন- আমাকে বিএনপি গ্রহণ করে দলের মনোনয়ন দিয়ে পাঠিয়েছে।
সুতরাং আমার কোন নেতা-কর্মী কখনও চান্দিনার বিএনপি’র নেতা-কর্মীর সাথে কোন
প্রকার অসদাচরণ করলে আমার কাছে ক্ষমা পাবেন না।
এসময় উপস্থিত ছিলেন ড.
রেদোয়ান আহমেদ তনয় সুলতান মঈন আহমেদ রবিন, বিএনপি নেতা মহিচাইল ইউনিয়ন
পরিষদ সাবেক চেয়ারম্যান একেএম সামছুল হক মাস্টার, মাধাইয়া মুক্তিযোদ্ধা
স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাশেম, মহিচাইল শহীদ জিয়াউর রহমান
কলেজ অধ্যক্ষ মো. আবু তাহের, মোয়াজ্জেম হোসেন ভূইয়া, অধ্যাপক গিয়াস উদ্দিন
ভূইয়া, বাতাঘাসী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, চান্দিনা
রেদোয়ান আহমেদ কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া, শাহ আলম, জামসেদ আহমেদ
জাকি প্রমুখ।
ড. রেদোয়ান আহমেদ ২৪ ডিসেম্বর দুপুরে বিএনপি
চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এলডিপির রাজনীতি থেকে
পদত্যাগ করে বিএনপি’তে যোগদান করেন এবং বিএনপি’র মনোনয়ন পান। তিনি
বিএনপি’তে যোগদানের পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা চান্দিনায় আসেন।
শুক্রবার বাদ জুম্মা ইলিয়টগঞ্জ এলাকায়, কেরণখাল ইউনিয়নের নূরীতলা শাহী
ঈদগাহ মাঠে বিকাল ৪টায়, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মাঠে বিকাল পৌঁনে ৫টায়
স্থানীয় নেতা-কর্মীরা তাকে সংবর্ধনা প্রদান করেন।
