বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং দলের ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে শুকরিয়া জ্ঞাপন করে
কুমিল্লায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা
কুমিল্লা কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর
বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে
উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, কুমিল্লা
দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র
সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া, কুমিল্লা
দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবাক, দক্ষিণ জেলা কৃষক দলের সভাপতি মোস্তফা
জামান মোস্তফাসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব, মাওলানা মুফতি ইব্রাহিম।
