নিজস্ব
প্রতিবেদক: হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে কুমিল্লা-চাঁদপুর সড়কে
অনুমোদনহীন আইদি পরিবহনের বাস সার্ভিস চলাচলের প্রতিবাদে ও তা বন্ধের
দাবিতেকুমিল্লায় মালিক শ্রমিক ঐক্য পরিষদের অবরোধ কর্মসূচি স্থগিত করা
হয়েছে। দিনভর নগরীরতিনটি বাস টার্মিনালে অবরোধ কর্মসূচি পালন শেষে বিকালে
জেলা প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করা হয় বলে
আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে ।
এর আগে অবরোধের কারণে
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে নগরীর জাঙ্গালিয়া, শাসনগাছা ও চকবাজার
বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। যে কারণে জেলার অভ্যন্তরীণ ও
দূরপাল্লার প্রায় ৪০টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ে
হাজারও যাত্রী। অভিযোগ রয়েছে আইদি পরিবহন কোন রুট পারমিট ছাড়াই কুমিল্লা
জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে চলাচল শুরু করে। এতে কুমিল্লা চাঁদপুর রুটে
অন্য পরিবহন বাঁধা দিলেও কাজ হয়নি। এ নিয়ে তারা জেলা প্রশাসক কার্যালয়ে
স্মারকলিপি ও প্রদান করে। তাতেও কোন কাজ না হওয়ায় বৃহস্পতিবার দিনভর অবরোধ
কর্মসূচি পালন করা হয়। তবে জেলা প্রশাসনের অনুরোধে অবরোধের ডাক দেয়া
নেতৃবৃন্দের এক সভা থেকে কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা আসে।
কুমিল্লা
জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহম্মেদ বলেন, জেলা
প্রশাসন আশ্বাস দিয়েছে রুট পারমিট ছাড়া সার্ভিস গুলোর বিরুদ্ধে ব্যবস্থা
নেয়া হবে এই আশ্বাসে আমরা কর্মসূচি স্থগিত করেছি।
অধ্যক্ষ কবির আহম্মেদ
আরো বলেন, আইদি পরিবহনের জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে চলাচলের রুট পারমিট
নেই। তারা চাঁদপুর জেলা প্রশাসকের বরাবর রুট পারমিট এর জন্য আবেদন করে
রেখেছে। এছাড়া কুমিল্লা জেলার সবগুলো বাসস্ট্যান্ডে অতিরিক্ত সার্ভিস চালু
থাকায় নতুন কোন সার্ভিস সংযোজন এর কোন সুযোগ নেই। সুতরাং তারা সম্পূর্ণ
অবৈধভাবেই চলাচল করছে। তারা কোন শক্তিতে বা কিভাবে চলছে সেটি খতিয়ে দেখে
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বারবার প্রশাসনকে জানিয়েছি। আমাদের
দাবি না মানায় বরং আমরা অবরোধের দিকে যেতে বাধ্য হয়েছি।
এ বিষয়ে
কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, আইদি পরিবহনের রুট পারমিট
নিয়ে পক্ষে-বিপক্ষে রিটও হয়েছে। আগামী সপ্তাহে এই বিষয় নিয়ে সব হবে। যেহেতু
আইদি পরিবহন চাঁদপুরে রুট পারমিট পেয়েছে সুতরাং কুমিল্লা থেকে তারা শুধু
অনাপত্তি পত্র পাবে। কিন্তু একটি পরিবহনের জন্য কুমিল্লা সকল যাত্রীরা কষ্ট
পাবে তা হতে পারে না। তাই আমরা অবরোধের পক্ষে এবং বিপক্ষে উভয়পক্ষকেই
সহনীয় হবার জন্য অনুরোধ করেছি।
