বুধবার ২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২
কোরআনে মহররম মাসের ব্যাপারে যা বলা হয়েছে
ওমর ফারুক ফেরদৌস
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ১:১১ এএম |


হিজরি সালের প্রথম মাস মহররম ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস। কোরআনে চারটি মাসকে হারাম বা সম্মানিত মাস বলা হয়েছে তার অন্যতম মহররম। আল্লাহ তাআলা এ মাসগুলোতে বিশেষ করে সব রকম জুলুম ও পাপাচার থেকে বিরত থাকতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন,
নিশ্চয় মাসসমূহের গণনা আল্লাহর কাছে বার মাস আল্লাহর কিতাবে, (সেদিন থেকে) যেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এর মধ্য থেকে চারটি সম্মানিত, এটাই প্রতিষ্ঠিত দীন। সুতরাং তোমরা এ মাসসমূহে নিজদের উপর কোনো জুলুম করো না। (সুরা তওবা: ৩৬)
এ আয়াতের ব্যাখ্যায় আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সে দিন থেকে সময় যেভাবে আবর্তিত হচ্ছিল আজও তা সেভাবে আবর্তিত হচ্ছে। বারো মাসে এক বছর। এর মধ্যে চারটি মাস সম্মানিত। জিলকদ, জিলহজ ও মহররম তিনটি মাস পরপর রয়েছে। আর এক মাস হল রজব-ই-মুযার যা জুমাদাস-সানি ও শাবান মাসের মাঝে আসে। (সহিহ বুখারি: ৩১৯৭)
চারটি মাসকে ‘হারাম’ ঘোষণা করা হয়েছে যে কারণে
যোগাযোগ ব্যবস্থার উন্নতির আগে জিলকদ মাসে হজ পালনকারীরা মক্কার উদ্দেশে যাত্রা করতেন, জিলহজে হজের বিধিবিধানগুলো পালন করতেন এবং দূরদূরান্ত থেকে মক্কায় আসা হাজিদের নিজের দেশে ফিরে যেতে মহররম মাস লেগে যেত। এ জন্য এই তিনটি মাসকে হারাম বা সম্মানিত মাস ঘোষণা করা হয়েছে যেন হজ পালনকারীরা নিরাপদে হজ পালনের জন্য আসতে পারেন এবং হজ পালন শেষে নিরাপদে নিজেদের দেশে ফিরে যেতে পারেন। আর বছরের মাঝে রজব মাসকে সম্মানিত ঘোষণা করা হয়েছে রজব মাসে মানুষকে নিরাপদে ওমরাহ পালন করার সুযোগ করে দেওয়ার জন্য। (তাফসিরে ইবনে কাসির)
মহররম মাসের রোজা ফজিলতপূর্ণ
হাদিসে এ মাসটিকে আল্লাহর মাস বলা হয়েছে। এ মাসের রোজাকে রমজানের রোজার পর সবচেয়ে ফজিলতপূর্ণ বলা হয়েছে। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহররমের রোজা এবং ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের নামায। (সহিহ মুসলিম: ২৬২৬)
নবি মুসা (আ.) ও তার জাতির ফেরাউনের কবল থেকে মুক্তির মাস
নবি মুসা (আ.) ও তার জাতি ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন মহররম মাসের ১০ তারিখে। যে কারণে মুসা (আ.) মহররম মাসের ১০ তারিখে রোজা রাখতেন। আল্লাহর রাসুলও (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এ দিনটিতে নিজে রোজা রেখেছেন এবং রোজা রাখার নির্দেশ দিয়েছেন।
ইবনে আব্বাস (রা.) বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হিজরতের পর মদিনার ইহুদিদের আশুরার দিন রোজা রাখতে দেখে এ সম্পর্কে জিজ্ঞেস করলেন। তারা বলল, এটি একটি উত্তম দিন যেদিন আল্লাহ মুসা (আ.) ও বনি ইসরাইলকে ফেরাউনের মুক্তি দিয়েছেন। তাই মুসা (আ.) এ দিন রোজা রাখতেন। তখন আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, ‘আমি তোমাদের চেয়েও মুসার (আ.) অধিক নিকটবর্তী।’ এরপর তিনি এ দিন রোজা রাখেন, অন্যদেরও রোজা রাখার নির্দেশ দেন। (সহিহ মুসলিম: ২৫৪৮)












সর্বশেষ সংবাদ
কুমিল্লার বুড়িচংয়ে দোকানে মিললো টিসিবির ১৪৪২ লিটার তেল
বাড়ি ছাড়লেন সেই নারী
এখনো হয়নি ডাক্তারি পরীক্ষা গ্রেপ্তার ফজর হাসপাতালে
চৌদ্দগ্রাম থানায় ১২২ জনের বিরুদ্ধে মামলা
যথাসময়ে নির্বাচনের তারিখ এবংতফসিল ঘোষণা হবে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবশেষে বন্ধ হলো কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলা
কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের ৫ দিন পর সেপটিক ট্যাংকে মিলল নারীর বস্তাবন্দি লাশ
কুমিল্লার মুরাদনগরে ভুক্তভোগীর বাড়িতে কায়কোবাদ
ভিডিও ছড়িয়ে দেওয়াই ছিলো নিপীড়নকারীদের উদ্দেশ্য?
বরুড়ায় “আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম” সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২