বুধবার ২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২
৫ আগস্ট কলেজ ছাত্র জামশেদ হত্যার ঘটনায়
চৌদ্দগ্রাম থানায় ১২২ জনের বিরুদ্ধে মামলা
মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ১:৩৮ এএম |

 
চৌদ্দগ্রাম থানায় ১২২  জনের বিরুদ্ধে মামলাকুমিল্লার চৌদ্দগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী কলেজ ছাত্র জামশেদুর রহমান মিয়াজী জুয়েল গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ১১ মাস পর আ’লীগের ১২২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন শহীদ জামশেদুর রহমানের চাচা বিএনপি নেতা আইয়ুব মিয়াজী। মামলায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান রহমত উল্লাহ বাবুল ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি আরশ মজুমদারসহ ৪২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৮০ জনকে আসামী করা হয়। মঙ্গলবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। 
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফেলনা গ্রামের মিয়াজী বাড়ির আইয়ুব মিয়ার ভাতিজা জামশেদুর রহমান কুমিল্লার সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলেন। তিনি কোটা সংস্কার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট জামশেদুর রহমান সকাল থেকে চৌদ্দগ্রামে কোটা সংস্কার শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেন। ওইদিন দুপুরে সরকার পতনের খবর শুনে হাজার হাজার ছাত্র জনতা বিজয় মিছিল করে। এ সময় চৌদ্দগ্রাম বাজারে আ’লীগের পার্টি অফিসের আশপাশ থেকে আন্দোলনকে দমন করার জন্য আ’লীগের স্বশস্ত্র সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্রসহ ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা করে। সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত জামশেদুর রহমানকে সাথে থাকা যুবকরা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জামশেদুর রহমানকে মৃত ঘোষণা করেন। 
মামলার অপর আসামীরা হলেন;আ’লীগ ও অঙ্গ সংগঠনের গোলাম মোস্তফা ভূঁইয়া বিপ্লব, মোঃ সোহেল, সাবেক কাউন্সিলর আব্দুল হালিম, পৌর ছাত্রলীগের সভাপতি জোবায়ের হোসেন শুভ, সৈকত, বাবলু মোল্লা, আবু তাহের, সুমন রেজা, মোঃ শাহিন, তোফায়েল, মোশারফ, আলী হোসেন লিটন, হারুনুর রশিদ মাছুম, রাকিব, গাজী শহিদ, রফিকুল ইসলাম পাটোয়ারী, গাজী কাজল, ইমান আলী, মোঃ ইউসুফ, তুরাজ মজুমদার, আলমগীর মেম্বার, নুরুল হুদা ফকির, একরামুল হক, কাজী মাছুম বিল্লাহ, পারভেজ, ফখরুল ইসলাম মেহেরাজ, নুর উদ্দিন রাজিব, জিএম জাহিদ হোসেন টিপু, মহিবুল আলম কানন মজুমদার, সুব্রত টোটন, ইয়াছিন আরাফাত, দ্বীন মোহাম্মদ সোহাগ, শামীম, জিহাদ হোসেন জাবেদ, সাজ্জাদ, লকিয়ত উল্লাহ সাগর, মাইন উদ্দিন দীপু, জামাল হোসেন ও হাফেজ বেলাল। 
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, গুলিতে নিহত কলেজ ছাত্র জামশেদুর রহমানের হত্যার ঘটনায় তার চাচা আইয়ুব মিয়াজী বাদী হয়ে ১২২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। আমরা আসামীদের গ্রেফতারের জন্য কাজ করে যাচ্ছি। 
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশে হাজার হাজার জনতা নেমে পড়ে। মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। পরে শত শত বিক্ষুদ্ব জনতা চৌদ্দগ্রাম থানায় হামলা চালালে কমপক্ষে ২০ জন গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র জামশেদুর রহমান মিয়াজী জুয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাগেছেন।














সর্বশেষ সংবাদ
বাড়ি ছাড়লেন সেই নারী
এখনো হয়নি ডাক্তারি পরীক্ষা গ্রেপ্তার ফজর হাসপাতালে
চৌদ্দগ্রাম থানায় ১২২ জনের বিরুদ্ধে মামলা
যথাসময়ে নির্বাচনের তারিখ এবংতফসিল ঘোষণা হবে
চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিষয়ে সিদ্ধান্ত বুধবার : উপদেষ্টা সাখাওয়াত হোসেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবশেষে বন্ধ হলো কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলা
কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের ৫ দিন পর সেপটিক ট্যাংকে মিলল নারীর বস্তাবন্দি লাশ
কুমিল্লার মুরাদনগরে ভুক্তভোগীর বাড়িতে কায়কোবাদ
বরুড়ায় “আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম” সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন
ভিডিও ছড়িয়ে দেওয়াই ছিলো নিপীড়নকারীদের উদ্দেশ্য?
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২