বুধবার ২৮ জানুয়ারি ২০২৬
১৫ মাঘ ১৪৩২
৫ মাসেই কোরআনে হাফেজ ৮ বছরের সাইদুল!
মোঃ সাজ্জাদ হোসেন, মুরাদনগর
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৬:৫১ পিএম |

৫ মাসেই কোরআনে হাফেজ ৮ বছরের সাইদুল!অবিশ্বাস্য হলেও সত্য! মাত্র ৫ মাস ১৮ দিনের মাথায় সম্পূর্ণ কুরআন শরিফ হিফজ (মুখস্থ) করে এক নতুন ইতিহাস গড়লো ৮ বছর বয়সী শিশু সাইদুল ইসলাম। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাইড়া বড় বাড়ী দারুল কুরআন নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার এই ক্ষুদে শিক্ষার্থী তার অদম্য মেধা ও ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে যেন 'ঐশ্বরিক' গতিতেই পবিত্র কুরআনকে আত্মস্থ করেছে।
সাইদুল ইসলাম মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার বাইড়া গ্রামের সবজি ব্যবসায়ী আক্কাস আলীর ছেলে। তার এই বিরল প্রতিভা মাদ্রাসা শিক্ষক, পরিবার এবং এলাকাবাসীর মধ্যে সৃষ্টি করেছে এক অভাবনীয় আনন্দ ও উচ্ছ্বাস।
মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ সহিদুল ইসলাম জানান, আল্লাহর অশেষ মেহেরবানি, হিফজ বিভাগের শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং সাইদুলের জন্মগত মেধা ও আন্তরিক প্রচেষ্টাই এই অল্প সময়ে হিফজ সম্পন্ন করার মূল কারণ।
সাইদুলের বাবা আক্কাস আলী জানান, ছোটবেলা থেকেই কোরআন হিফজের প্রতি সাইদুলের প্রবল আগ্রহ ছিল। মাদ্রাসায় ভর্তির জন্য সে নিজেই আগ্রহ প্রকাশ করে। গত ৬ ডিসেম্বর ২০২৪ তারিখে তাকে মাদ্রাসায় ভর্তি করা হয় এবং ২০২৫ সালের শুরুতেই তাকে পবিত্র কোরআনের সবক দেওয়া হয়। এরপর মাত্র পাঁচ মাসের মধ্যেই সে কোরআনে হাফেজ হয়ে ওঠে।
সাইদুলের এই মহতী অর্জন উপলক্ষে গত ২৪ জুন মঙ্গলবার (২০২৫) এক বর্ণাঢ্য সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হাফেজ অহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২২ নং টনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান (তুহিন)। প্রধান বক্তা ছিলেন হযরত আমজাদ হোসাইন সাহেব দাঃবাঃ। এছাড়াও হাফেজ বায়জিদ, সাজ্জাদ হোসেন এবং শিক্ষক ডালিম উপস্থিত ছিলেন।
গত ২৬ মে, ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের হিফজ বিভাগের প্রধান হাফেজ সহিদুল ইসলাম সাইদুলের সমাপনী পড়া শোনেন।
হাফেজ সাইদুল বিনয়ের সাথে জানায়, "আমি চেষ্টা করেছি, আল্লাহ সহায় ছিলেন বলেই মহাগ্রন্থ কোরআন আয়ত্ত করতে পেরেছি।" ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য একজন আলেম হওয়ার স্বপ্ন নিয়ে সে সকলের দোয়া কামনা করেছে। তার পরিবারও উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
২০২২ সালের ৫ জানুয়ারী এই মাদ্রাসাটি নতুন করে উদ্বোধন করা হয় এবং বর্তমানে এখানে ৫১ জন ছাত্র রয়েছে। সাইদুলের এই সাফল্য মাদ্রাসার সুনাম আরও বৃদ্ধি করেছে এবং নতুন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
চার শতাধিক পিস্তল হারানো আছে, যা দুশ্চিন্তার বিষয়
৩০ জানুয়ারির জনসভায় ঘোষণা হবে কুমিল্লার ভবিষ্যৎ রোডম্যাপ
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার
না ভোট দেওয়া মানে গোলামিকে বরণ করে নেওয়া: হাসনাত
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিধি না মেনে দেয়াল নির্মাণ করছে কুমিল্লা কারা কর্তৃপক্ষ
কুমিল্লা-১০ আসনে ধানের শীষ প্রতীক পেলেন মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া
আমার উদ্দেশ্য জনগণের জন্য কাজ করা: মনিরুল হক চৌধুরী
আজ কুমিল্লায় এনসিপির পদযাত্রা ও পথসভা শুরু
দায়িত্বপ্রাপ্তদের কোনো প্রকার পক্ষপাতিত্ব সহ্য করা হবে না
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২