প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১:৩০ এএম আপডেট: ০১.০৭.২০২৫ ২:০৮ এএম |

অবশেষে
কুমিল্লা বাসীর তোপের মুখে বন্ধ হলোকুটির শিল্প ও বাণিজ্য মেলা। গতকাল ৩০
জুন বিকালে এ মেলা বন্ধ ঘোষণা করা হয়। মেলাটি এমন সময় বন্ধ ঘোষণা করা হয়েছে
যখন কুমিল্লার সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসময়
উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ
ওয়াসিম, মহানগর বিএনপি’র সভাপতি উদবাতুল বারি আবু ও মেলার আয়োজকবৃন্দ।
এ
সময় দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন,
কুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে দুই মাস ধরে যে মেলা চলছিল এই
মেলা নিয়ে বেশ কিছুদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লেখালেখি
হচ্ছে। সমালোচনার কারণে মেলা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মেলা বন্ধ করার
জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। মেলা কর্তৃপক্ষ মেলা বন্ধের ঘোষনা দিয়েছেন
এবং রাত ১২টার পর থেকে মেলার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি আরো
বলেন, আগামীতে যদি এরকম মেলার আয়োজন করা হয় তাহলে আন্তর্জাতিক মানের
নীতিমালা অনুসরণ করা হবে। মেলার নামে লটারি সাধারণ মানুষকে সর্বশান্ত
করছে।
মহানগর বিএনপি’র সভাপতি উদবাতুল বারী আবু বলেন, ইতোমধ্যে মেলার
কারণে অনেক মানুষ সর্বশান্ত হয়েছে। আমরা যারা রাজনীতি করি দেশের জন্য দেশের
মানুষের জন্য। যেহেতু এই মেলার নামে মানুষ সর্বশান্ত হচ্ছে। পুরুষকার
পাওয়ার আশায় লটারী কিনে প্রায় ১০জন অথবা ২০জন কিন্তু টিকিট বিক্রি হয় লক্ষ
টাকা। তাই আমরা তাদেরকে বলেছি অতি দ্রুত আজকের মধ্যে মেলা বন্ধ করতে হবে।
মেলার আয়োজকবৃন্দও আমাদের সাথে একমত হয়েছে এবং মেলার সমাপ্তি ঘোষণা করেছে।
মেলার
আয়োজকবৃন্দ বক্তব্যে বলেন, আজ থেকে (৩০ জুন) অর্থাৎ রাত ১২টার পর থেকে
মেলার কার্যক্রম বন্ধ। এখানে প্রায় ৪০০টির অধিক দোকান আছে আগামীকাল এই
দোকানগুলো ভাঙ্গা হবে এবং দোকানের মালামাল যেন সুন্দরভাবে দোকানের মালিকগণ
নিয়ে যেতে পারে আপনারা সার্বিক সহযোগীতা করবেন।
উল্লেখ্য, গত ১মাস ধরে
অভিযোগ উঠেছে সাধারণ খেটে খাওয়া মানুষ পুরস্কারের লোভে কিস্তির টাকায় লটারী
কিনে জুয়া খেলছে। কিন্তু লটারীতে জিততে না পেরে সর্বস্ব হারিয়েছে। এ নিয়ে
বিভিন্ন মিডিয়া ও ফেইসবুকে আলোচনা ও সমালোচনার শুরু হয়।