মঙ্গলবার ১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২
কুমিল্লায় ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় ছড়িয়ে পড়েছে আরো এক ভিডিও-
ভিডিও ছড়িয়ে দেওয়াই ছিলো নিপীড়নকারীদের উদ্দেশ্য?
জহির শান্ত
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ২:০১ এএম আপডেট: ০১.০৭.২০২৫ ২:১০ এএম |



 ভিডিও ছড়িয়ে দেওয়াই ছিলো  নিপীড়নকারীদের উদ্দেশ্য?
কুমিল্লার মুরাদনগরে সংখালঘু নারীকে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় আরো একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামবার (৩০জুন) সকালে ‘তোদের বাপ আইছে’ নামক একটি ফেসবুক আইডি থেকে নতুন ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে ধর্ষক ফজর আলী ও ধর্ষণের শিকার নারীকে নিপীড়নের চিত্র ফুটে উঠে। এ নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এর আগেও ওই নারীকে বিবস্র অবস্থায় নির্যাতন করার একটি ভিডিও ভাইরাল হয়। এরপর থেকে দেশজুড়ে শুরু হয় তোলপাড়। সে ঘটনার রেষ না কাটতেই ছড়িয়ে পড়েছে নতুন। এলাকাবাসী বলছেন, ইচ্ছে করেই এসব ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। মনে হচ্ছে যেনো- নিপীড়নকারীদের উদ্দেশ্যই ছিলো ভিডিও ছড়িয়ে দেওয়া।
এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামে বসত ঘরের দরজা ভেঙ্গে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে তোলপাড় শুরু হয়। ভিডিওতে দেখা যায়- বিবস্ত্র অবস্থায় ওই নারীকে বেশ কয়েকজন যুবক মারধর করছেন। নারীটি অনেক আকুতি-মিনতি কান্নাকাটি করলেও যুবকরা তাকে মারতে থাকে এবং ভিডিও ধারণ করতে থাকে। 
নতুন ভিডিওতে দেখা গেছে একই চিত্র। এতে দেখা যায়, রামচন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ আলী সুমনের নেতৃত্বে রমজান, অনিক, আরিফসহ ৭/৮ জন ধর্ষক ফজর আলীর  হাত পা বেঁধে বিবস্র করে পৈশাচিক কায়দায় নির্যাতন করছে। সুমনের সহযোগী অনিক ওই নারীকে চৌকির ওপরে শুইয়ে নিজ হাতে বিবস্ত্র করছেন। এসময় অন্য এক নারীকে তাদের রক্ষা করার জন্য চিৎকার করতেও দেখা গেছে। কেউ কেউ এ ঘটনাটি ভিডিও করছে।  
এদিকে স্থানীয় বাসিন্দারা এই ঘটনাটিকে পরকীয়া বললে  ভুক্তভোগী ওই নারী তা অস্বীকার করেছেন। তিনি জানান,  ফজর আলীর কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়েছেলাম তা নিয়ে কথাবার্তা হতো। ওই রাতে ফজর আলী খারাপ উদ্দেশ্যেই আমার কাছে এসেছে। তবে তার ভাই ছোট ভাই শাহ পরান তার পিছলে আগে থেকেই লোক লাগাই রাখছে। ফজর আলী আমার ঘরে আসার পরপরই ১০/১২ জন লোক এসে আমাদের দুজনকে নির্যাতন করতে থাকেন।  
রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন বলেন, ওই নারীর পরিবারের সাথে ফজর আলীর আর্থিক লেনদেন রয়েছে। সেই সুবাদে ওই নারীর বাড়িতে ফজর আলী প্রায়ই আসা-যাওয়া করত। এটিও এলাকার লোকজন জানে। তবে ঘটনা বড় করার পিছনের কারিগর হচ্ছে ছাত্রলীগ সভাপতি মুহাম্মদ আলী সুমন। তারা আগে থেকে ফজর আলীকে টার্গেট করে দুজনকে এক সাথে ধরে পরিকল্পিতভাবে বিবস্ত্র এবং নির্যাতন করে এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে  ছড়িয়ে দেয়। ছাত্রলীগ নেতার নেতৃত্বে ওই চক্রটি ভিন্ন কোনো উদ্দেশ্যে এ কাজ করে থাকতে পারে। 
বাহেরচর এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ বলেন, ফজর আলী একটা খারাপ লোক। সে বিভিন্ন মানুষের কাছে সুদে টাকা লাগাত। এলাকায় সে আরও নানা অপকর্মে জড়িত। সে বিভিন্ন নেতার সঙ্গে ছবি তুলে মানুষকে ভয়ভীতি দেখাত। 
এদিকে কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগ ওঠা হিন্দু সম্প্রদায়ের ওই নারী পাশবিক নির্যাতনের শিকার হয়েছে জানিয়ে পুলিশ বলছে-ইতোমধ্যে এ ঘটনায় প্রধান অভিযুক্ত ফজর আলী এবং ভিডিওচিত্র ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরো চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতন ও ভিডিও ধারণের ঘটনায় আরও কেউ জড়িত আছেন কি না, সেটিও আমরা তদন্ত করে দেখা হচ্ছে। কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় নিয়ে আসা হবে।
গত রবিবার ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘ঘটনার পর থেকেই অনেকেই বিষয়টি পরকীয়া বলে প্রচার করছেন। তবে আমাদের প্রাথমিক তদন্তে এমন কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত অর্থেই ওই নারী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন। ভিকটিমের সঙ্গে কথা বলতে গিয়ে বুঝেছি, তিনি সহজ-সরল প্রকৃতির মানুষ। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। নির্যাতন ও ভিডিও ধারণের ঘটনায় আরও কেউ জড়িত আছেন কি না, সেটিও আমরা তদন্ত করে দেখছি।’
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার চারজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা আদালতের কাছে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড আবেদন করেছি। শুনানী শেষে তাদেরকে রিমান্ডে পেলে ভিডিও ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য ও পরিকল্পনা সম্পর্কে জানতে পারবো।
অপরদিকে মামলার প্রধান আসামি ফজর আলী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে সোপর্দ করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।













সর্বশেষ সংবাদ
ভিডিও ছড়িয়ে দেওয়াই ছিলো নিপীড়নকারীদের উদ্দেশ্য?
পর্নোগ্রাফি মামলার আসামিদের রিমান্ডে চায় পুলিশ
কুমিল্লায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
সেনাবাহিনীর অভিযান কুমিল্লায়৩ হাজার ইয়াবা ও ৩০ লাখ টাকাসহ আটক ১
এবি পার্টি মহানগরের উদ্যোগে চাউল বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চালের ড্রাম ছিলো ৩ হাজার ইয়াবা ও ৩০ লাখ টাকা; জব্দ করল সেনাবাহিনী
লালমাইয়ে দুই মাদকসেবীকে সাজা
কে এই ফজর আলী
অভিযুক্ত ফজর আলীসহ গ্রেপ্তার ৫
ভিডিও ছড়িয়ে দেওয়াই ছিলো নিপীড়নকারীদের উদ্দেশ্য?
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২