শনিবার ২৮ জুন ২০২৫
১৪ আষাঢ় ১৪৩২
মুহাররম মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ১:১১ এএম |



হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মুহাররম। এর মাধ্যমে শুরু হয় হিজরি নববর্ষ। এই মাসটি অনেক গুরুত্বপূর্ণ। ইসলামের পবিত্র চার মাসের একটি মুহাররম। একে আল্লাহর মাসও বলা হয়। 
এই মাসের গুরুত্বপূর্ণ ইবাদত হলো আশুরার রোজা। ইসলাম এবং ইসলামপূর্ব সময় থেকেই আশুরা মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ। আশুরায় আল্লাহ তায়ালা পূর্ববর্তী অনেক নবীকে বিপদ থেকে মুক্তি দিয়েছেন। এই দিনে মহানবী (সা.) এর নাতি হুসাইন (রা.) শাহাদাত বরণ করেছেন।
মুহাররমের গুরুত্বপূর্ণ তারিখ ও স্মরণীয় ঘটনা
১ মুহাররম : হজরত ওমর ইবন খাত্তাব (রা.)-এর শাহাদাত দিবস।
২ মুহাররম : হজরত হুসাইন ইবনে আলী (রা.) কারবালায় পৌঁছে তাঁবু গেড়েছিলেন। 
৭ মুহাররম : হজরত হুসাইন (রা.) ও তার পরিবারকে পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
৮ মুহাররম : হযরত হুসাইন (রা.)-এর পুত্র হজরত জয়নুল আবেদীন (রা.)- এর শাহাদাত দিবস। তিনি কারবালার যুদ্ধ থেকে বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি ছিলেন।
আশুরা যে কারণে স্মরণীয়
১০ মুহাররম (আশুরা) :  এই দিন হজরত আব্বাস (রা.)-এর শাহাদাতের পর ফোরাত নদীর তীরে হজরত হুসাইন (রা.) নিজেও শহীদ হন। এই দিনেই হজরত মূসা (আ.) ফেরাউন থেকে মুক্তি পান। হজরত নূহ (আ.) এর নৌকা জুদি নামক উপত্যকায় অবতরণ করে।
১০ মুহাররম : এই দিন কারবালার মর্মান্তিক যুদ্ধ সংঘটিত হয়। হুসাইন (রা.) শহিদ হন।
২০ মুহাররম : ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল (রা.)-এর ইন্তেকাল করেন।
 আশুরার দিন রোজা
এই মাসে রোজা রাখার অনেক ফজিলত রয়েছে। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) মুহাররমের ১০ তারিখ রোজা রেখেছিলেন। এর সঙ্গে আগে ও পরের একদিন মিলিয়ে দুইদিন রোজ রাখতেন।
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, ‘আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রমজান ও আশুরায় যেভাবে গুরুত্বের সাথে রোজা রাখতে দেখেছি অন্য সময় তা দেখিনি।’ (সহিহ বুখারি : ১/২১৮)
আশুরার রোজার ফজিলতের ব্যাপারে আবু হুরায়রা রা: থেকে বর্ণিত এক হাদিসে নবী করিম সা: বলেন, ‘রমজানের পর আল্লাহর মাস মহররমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ।’ (সহিহ মুসলিম, হাদিস : ২/৩৬৮)
সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন













সর্বশেষ সংবাদ
‘চট্টগ্রাম বন্দর ও করিডোর কাউকে না দেয়ার সুস্পষ্ট ঘোষণা দিতে হবে’
কুমিল্লায় পাটজাতপণ্য উৎপাদনকারী কারখানা বন্ধের হিড়িক, রপ্তানীতে ধস
সোহার্দ্যপূর্ণ সম্পর্কই উপহার দিতে পারে সম্প্রীতির কুমিল্লা- হাজী ইয়াছিন
‘দিবসবিষয়ক সিদ্ধান্তের বিষয়টি পুনর্বিবেচনা করছে সরকার’
বুড়িচংয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার জগন্নাথপুরে যখন রথউৎসব হতো তখন হাতির মিছিল হতো
আগামী সংসদ নির্বাচন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর প্রচারণা
‘বন্দর বাঁচাতে, করিডোর ঠেকাতে’ চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ এখন কুমিল্লায়
সোহার্দ্যপূর্ণ সম্পর্কই উপহার দিতে পারে সম্প্রীতির কুমিল্লা- হাজী ইয়াছিন
কুমিল্লায় পাটজাতপণ্য উৎপাদনকারী কারখানা বন্ধের হিড়িক, রপ্তানীতে ধস
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২