শিক্ষা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে নিবেদিত সংগঠন “আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম”-এর বরুড়া উপজেলা শাখার ১৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সদস্য সচিব হয়েছেন ফয়সাল হোসাইন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বরুড়ায় তরুণদের সম্পৃক্ত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেই এই কমিটি গঠন করা হয়েছে। সমাজসেবা, শিক্ষা প্রসার এবং মানবিক সহায়তার মাধ্যমে তারা কাজ করতে চায়। অচিরেই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণাও দেওয়া হয়েছে।
আহ্বায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, “আমরা বরুড়া উপজেলায় আর্তমানবতার সেবায় কাজ করতে চাই। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।”
সদস্য সচিব ফয়সাল হোসাইন জানান, “কমিটি গঠনের পরপরই একটি সুসংগঠিত কর্মপরিকল্পনা প্রণয়ন করে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো হবে।”
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
যুগ্ম আহ্বায়ক: আসাদ মিরাজ, ফয়েজুন্নবী পাটোয়ারী ফাহাদ, মোহাম্মদ সামধানী, রাকিব উল্লাহ জাহিদ, মোহাম্মদ সাঈদ।
সদস্য: মোহাম্মদ সোহান, মোহাম্মদ জুনায়েদ, হোসাইন, শুভ, আরিফ, ফখরুল, জহির, জাহিদ, হাসান।
সংগঠনের জেলা আহ্বায়ক পিয়ারে মাহবুব ও জেলা সদস্য সচিব সাজ্জাদ খান-এর সঙ্গে যোগাযোগ করে কমিটির ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে জানানো হয়।