বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
১৬ শ্রাবণ ১৪৩২
দিয়া নেই, রিকার্ভ দলও নেই!
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ১২:৫৭ এএম |



 দিয়া নেই, রিকার্ভ দলও নেই!

বাংলাদেশ আরচ্যারি দল আগামীকাল এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-২ খেলতে সিঙ্গাপুর রওনা হচ্ছে। এই দলে রিকার্ভ নারী আরচ্যার মাত্র একজন মনিরা আক্তার। তিন জন না থাকায় রিকার্ভ নারী দলগত ইভেন্টে বাংলাদেশ খেলতে পারবে না। গত মাসে বাংলাদেশ বিশ্বকাপ আরচ্যারি খেলেছিল চীনের সাংহাইয়ে। সেই টুর্নামেন্টে রিকার্ভ কোনো নারী আরচ্যারই ছিলেন না।
আরচ্যারির অন্যতম ইভেন্ট রিকার্ভ। নারী রিকার্ভ ইভেন্টে ব্যক্তিগত ও দলীয় উভয় ক্ষেত্রে বাংলাদেশের অনেক সাফল্য রয়েছে। সেই সাফল্যের অংশ ছিলেন দিয়া সিদ্দিকী। সেই দিয়া এই বছরের শুরুতে উন্নত জীবনের আশায় আমেরিকায় পাড়ি জমান স্বামী আরেক রিকার্ভ আরচ্যার রোমান সানার সঙ্গে। দিয়ার শূন্যতা বাংলাদেশের নারী রিকার্ভে স্পষ্টতই পড়েছে।
বিশ্বকাপে নারী রিকার্ভ আরচ্যার কেউ ছিলেন না। এশিয়ান কাপে নেই দলগত বিভাগে। নারী রিকার্ভ আরচ্যারের সংকট সম্পর্কে বাংলাদেশের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক বলেন, 'দিয়ার শূন্যতা এখনো পূরণ হয়নি। এটি সত্য ও বাস্তব। শিমু, ইতি নভেম্বরে এশিয়ান চ্যাম্পিয়নশিপের আগেই তৈরি হবে। এখন নারী রিকার্ভে যারা রয়েছে তারা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার অবস্থানে নেই।'
আরচ্যারি ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক কোচের সুরেই বললেন, 'আমাদের কয়েকজন রিকার্ভ নারী আরচ্যার রয়েছেন। তাদের আরো মান উন্নত করে আন্তর্জাতিক পর্যায়ে প্রেরণ করতে হবে। এখন পাঠালে সেটা ফেডারেশনের অর্থ ব্যয়ই হবে।' নারী আরচ্যার বৃদ্ধিতে ফেডারেশন সামনে পদক্ষেপ গ্রহণ করবে, 'আমরা নারী আরচ্যার সংখ্যা বৃদ্ধি করতে সামনে কর্মসূচি গ্রহণ করছি। এতে আশা করি অনেক আরচ্যার আসবে।প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে গুণগত মানও বাড়বে।'
সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টে রিকার্ভ মহিলা দলগত ছাড়া বাকি সব ইভেন্টে বাংলাদেশ অংশগ্রহণ করবে। এই টুর্নামেন্টের ফলাফল প্রত্যাশা সম্পর্কে কোচ বলেন, 'সুনির্দিষ্টভাবে স্বর্ণের কথা বলব না। তবে কয়েকটি পোডিয়াম (পদক) আমি প্রত্যাশা করছি।' মার্টিন ফ্রেডরিক বাংলাদেশ দলের হেড কোচ। আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে ফেডারেশন তার পদবী দিয়েছে ম্যানেজার। এর কারণ সম্পর্কে সাধারণ সম্পর্কে বলেন, 'তিনি কোচের দায়িত্বই পালন করবেন। কোচ পদ থাকলে তিনি রিকার্ভ কিংবা কম্পাউন্ড স্পেসিফিক দিতে হতো। তখন তিনি এক ইভেন্টে থাকতে পারতেন আরেক ইভেন্টে পারতেন না। ম্যানেজার থাকায় তিনি সকল ইভেন্টেই উপস্থিত থাকতে পারবেন।'
মার্টিন ফ্রেডরিকের সহকারী হাসান যাচ্ছেন এবার কোচ হিসেবে। এবার প্রথমবারের মতো নারী কোচ রিনা চাকমা যুক্ত হয়েছে আরচ্যারি দলের সঙ্গে। রিনার হাত ধরে অনেক আরচ্যার উঠে এসেছে। জাতীয় দলের কোচ করে রিনাকে বিদেশ পাঠিয়ে ফেডারেশন এক প্রকার সম্মানই দিয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আসন বিন্যাসের খসড়ায় কার লাভ, কার ক্ষতি
যা আছে খসড়া পুন:বিন্যাসে
সীমানা নির্ধারণে দাবি-আপত্তির সুযোগ ১১ দিন
তিতাসে ১৫ দিন যাবৎ দলিলের নকল সরবরাহ বন্ধ : ভোগান্তি দুই হাজার গ্রাহক
কুঁচিয়া বিক্রির টাকায়সংসার চলে নরেশের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মহাসড়কের কুমিল্লায় ডাকাত ও ছিনতাইকারীর আতঙ্ক
কুমিল্লায় ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার
ভারতে অনুপ্রবেশের অপরাধে বাংলাদেশী যুবক আটক
বাঙ্গরায় ট্রিপল মার্ডার বিএনপি নেতা গ্রেফতার
দাফনের ২৫ দিন পর ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২