টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ফাইফার (৫ উইকেট) পূরণ করলেন ম্যাট হেনরি। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টের প্রথম দিনে একাই ৬ উইকেট শিকার করেছেন নিউজিল্যান্ডের এই পেসার।
হেনরির আগুন ঝরা বোলিংয়ের দিনে ৬০.৩ ওভারে ১৪৯ রানে প্রথম ইনিংস গুটিয়ে গেছে জিম্বাবুয়ের। দলের কোনো ব্যাটার ফিফটিও করতে পারেননি।
ঘরের মাঠে টস জিতে ব্যাটিং বেছে নেওয়াই যেন কাল হয়েছে জিম্বাবুয়ের। ৩১ রানে ৩টি আর ৫৯ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে স্বাগতিকরা।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন ক্রেইগ আরভিন। ১১৬ বলের ইনিংসে অনেকটা সময় প্রতিরোধ গড়েন তিনি। সাত নম্বর ব্যাটার তাফাদজা টিসিগার ব্যাট থেকে আসে ৩০ রান।
ম্যাট হেনরি ৩৯ রানে শিকার করেন ৬ উইকেট। ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন নাথান স্মিথ।