বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
১৬ শ্রাবণ ১৪৩২
বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ কোটি রুপি দেবে টাটা গোষ্ঠী
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১২:২৬ এএম |



ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে টাটা গ্রুপ। বৃহস্পতিবার (১২ জুন) টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে এক্সে লিখেছেন, “এ মুহূর্তে আমরা কতটা ব্যথিত সেটি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যাদের প্রিয়জন আহত হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি ও তাদের জন্য প্রার্থনা করছি।”
নিহতদের পরিবারকে ১ কোটি রুপি করে দেওয়ার পাশাপাশি এ দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের সবার চিকিৎসার ব্যয় বহনের ঘোষণাও দিয়েছে টাটা গ্রুপ। 
এয়ার ইন্ডিয়ার এ বিমানটি আছড়ে পড়ে আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজে। বিমান পড়ার ঘটনায় কলেজটির অন্তত পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সঙ্গে কলেজটির ছাত্রাবাসও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। টাটা গ্রুপ জানিয়েছে, কলেজটি পুনর্গঠনে তারা সহায়তা করবে।
বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। এটি উড্ডয়নের কিছু সময় পরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মাটিতে আছড়ে পড়ার আগে বিমানটি ৮২৫ ফুট পর্যন্ত উপরে উঠেছিল। এরপরই এটি নিজে নামা শুরু করে। বিমানটি যখন আছড়ে পড়ছিল তখন সহ-পাইলট জরুরি সাহায্য চেয়ে ‘মে ডে’ কল করেন। ওই সময় তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ যোগাযোগ করলেও তাদের আর কোনো সাড়া পাওয়া যায়নি।
বিমানটি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আগুনের কুণ্ডলি এটি ছেয়ে ফেলে। এরপর সেখান থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।
এদিকে বিমান বিধ্বস্তের কিছুক্ষণ পর ওই ফ্লাইটে থাকা যাত্রীদের তালিকা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত এআই ১৭১ ফ্লাইটে ১৬৯ ভারতীয় নাগরিক, ৫৩ ব্রিটিশ নাগরিক, কানাডীয় এক নাগরিক ও পর্তুগালের সাতজন নাগরিক ছিলেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আসন বিন্যাসের খসড়ায় কার লাভ, কার ক্ষতি
যা আছে খসড়া পুন:বিন্যাসে
সীমানা নির্ধারণে দাবি-আপত্তির সুযোগ ১১ দিন
তিতাসে ১৫ দিন যাবৎ দলিলের নকল সরবরাহ বন্ধ : ভোগান্তি দুই হাজার গ্রাহক
কুঁচিয়া বিক্রির টাকায়সংসার চলে নরেশের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মহাসড়কের কুমিল্লায় ডাকাত ও ছিনতাইকারীর আতঙ্ক
কুমিল্লায় ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার
ভারতে অনুপ্রবেশের অপরাধে বাংলাদেশী যুবক আটক
বাঙ্গরায় ট্রিপল মার্ডার বিএনপি নেতা গ্রেফতার
দাফনের ২৫ দিন পর ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২