বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
১৬ শ্রাবণ ১৪৩২
'ন্যায্যতায় ভিত্তিতে সমাজের কল্যাণ সাধন করতে হবে' ড. একেএম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী
মোঃ হুমায়ুন কবির মানিক ।।
প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ৯:৪৯ পিএম |

'ন্যায্যতায় ভিত্তিতে সমাজের কল্যাণ সাধন করতে হবে' ড. একেএম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকীকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও তাফসীরুল কুরআন মাহফিল’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯জুন) বিকাল ৪টা থেকে নাথেরপেটুয়া ফাযিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী ড. এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

 তিনি বলেন- ইসলাম সমতায় নয়-ন্যায্যতায় বিশ্বাসী। ন্যায্যতায় ভিত্তিতে সমাজের কল্যাণ সাধন করতে হবে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, তাঁর সৃষ্টির কল্যাণ করার জন্য। যে কল্যাণ কাজে লৌকিকতা থাকে, তা আল্লাহ’র কাছে কবুল হয়না। তাই যেকোন ভালো কাজে লৌকিকতা পরিহার করতে হবে।

 'ন্যায্যতায় ভিত্তিতে সমাজের কল্যাণ সাধন করতে হবে' ড. একেএম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকীতিনি বলেন, “ইসলামী সমাজ কল্যাণ পরিষদ” সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় বিশ্বমানবতার মুক্তির দূত রাসূল সা. নিয়ম-পদ্ধতি অনুসরণ করে নাথেরপেটুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে সমাজের কল্যাণ কাজে যাওয়ার আহ্বান জানান তিনি।

 নাথেরপেটুয়া ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ও দৈনিক সংগ্রামের জিএম মো.আবুল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী হামিদুর রহমান সোহাগ, বিশিষ্ট রাজনীতিক জয়নাল আবেদিন পাটোয়ারী, প্রকৌশলী মতিউর রহমান, লাকসাম দৌলতগঞ্জ বাজার বনিক সমিতির সেক্রেটারী মো. নুরুন্নবী, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার বার্তা সম্পাদক জহিরুল ইসলাম, নাথেরপেটুয়া ইসলামি সমাজ কল্যান পরিষদের সেক্রেটারী মাওলানা মোহাম্মদ নুরুন্নবী, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক সাঈদুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী ফয়েজুর রহমান, নাথেরপেটুয়া ইসলামি সমাজ কল্যান পরিষদের সহ-সভাপতি আবদুল গোফরান ভূঁইয়া, ছাত্রনেতা রবিউল হোসেন, সমাজসেবক হুমায়ুন কবির ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা জুনায়েদ সিদ্দিকী।

উক্ত অনুষ্ঠানে নাথেরপেটুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সিরাত ও তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের প্রস্তুতি গ্রহণ ও বাজেট বাস্তবায়ন করা হয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আসন বিন্যাসের খসড়ায় কার লাভ, কার ক্ষতি
যা আছে খসড়া পুন:বিন্যাসে
সীমানা নির্ধারণে দাবি-আপত্তির সুযোগ ১১ দিন
তিতাসে ১৫ দিন যাবৎ দলিলের নকল সরবরাহ বন্ধ : ভোগান্তি দুই হাজার গ্রাহক
কুঁচিয়া বিক্রির টাকায়সংসার চলে নরেশের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মহাসড়কের কুমিল্লায় ডাকাত ও ছিনতাইকারীর আতঙ্ক
কুমিল্লায় ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার
ভারতে অনুপ্রবেশের অপরাধে বাংলাদেশী যুবক আটক
বাঙ্গরায় ট্রিপল মার্ডার বিএনপি নেতা গ্রেফতার
দাফনের ২৫ দিন পর ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২