চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাল বোঝাই
ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘের্ষ রোশনা বেগম(৪৮) নামে এক নারী নিহত
হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মহাসড়কের
মিরশান্নী এলাকায়। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মোঃ
সাহাব উদ্দিন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, নিকট আত্মীয়ের
মৃত্যুর সংবাদ শুনে মঙ্গলবার সকালে বাবুচি থেকে রোশনা, লায়লী বেগম(৪৫),
স্মৃতি বেগম(৩৫) ও আবদুল জলিল(৫৫)সহ একটি অটোরিকশায় করে চট্টগ্রামমুখী লেনে
তাদের বাড়িতে যাওয়ার সময় চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা চাল বোঝাই ট্রাকটির
সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন গুরুতর আহত হন। স্থানীয়
আহতদের উদ্ধার শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রোশনা বেগম
নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
নিহত রোকসানার নিকটাত্মীয়
আবু মুছা বলেন, নিহত রোশনার এক আত্মীয়ের মৃত্যুর সংবাদ শুনে পরিবারের আরও
তিন সদস্য উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি গ্রাম থেকে কালিকাপুর ইউনিয়নের
দৌলবাড়ি গ্রামে একটি অটোরিকশায় করে যাচ্ছিলেন। অটোরিকশাটি ইউটার্ণ ঘুরে
চট্টগ্রামমুখী লেনে উঠলে মহাসড়কের মিরশান্নী এলাকায় পৌছলে চট্টগ্রামগামী
একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষে চারজন আহত হন। স্থানীয়দের সহায়তায়
তাদেরকে উদ্ধার শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রোশনা
বেগমকে চিকিৎষক মৃত ঘোষণা করেন।
মিয়াবাজার হাইওয়ে থানার ওসি সাহাব
উদ্দিন বলেন, দুর্ঘটনার পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ^বর্তী খাদে পড়ে
যায়। চালক পালিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দায়ের করলে আইনগত
ব্যবস্থা গ্রহণ করা হবে।