আজ
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১.৩০ ঘটিকার সময় জাতীয় ভোক্তা অধিকার
সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় কুমিল্লার চকবাজার এলাকায়
তদার?কি অ?ভিযান প?রিচালনা করা হয়। এসময় বিভিন্ন অপরাধে মোট ২টি
প্রতিষ্ঠান?কে ২০ হাজার টাকা জ?রিমানা করা হয়।
পবিত্র রমজা?ন উপলক্ষ্যে
ইফতা?র সামগ্রী, শসা, লেবু, মাছ, মাংস, ভোজ?্যতেল ও নিত?্যপ?ণ্যের ওপর
এতদারকি কার্যক্রম প?রিচালনা করা হয়। অ?ভিযা?নে ব?্যবসায়ী?দের পণ?্য ক্রয়ের
ভাউচার ও বিক্র?য়ের তথ?্য যাচাই করা হয়। ভোজ্যতে?লের সরবরাহ, মজুদ
প?রি?স্থি?তি ও সাপ্লাই চেইন ঠিক আ?ছে কিনা তদার?কি করা হয়। অ?ভিযা?নে
মূল্য তালিকা প্রদর্শন ও পাকা ভাউচার সংরক্ষণ না করা, বেশি দামে মুরগি
বি?ক্রি করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে ২টি
প্রতিষ্ঠান?কে ২০ হাজার টাকা জ?রিমানা করা হয় এবং অন?্যদের সতর্ক করা হয়।
দুই ঘন্টাব্যাপী অভিযানে নেতৃত্বদেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এসময় ছাত্র প্রতিনিধি, কুমিল্লা
কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অ?ভিযা?ন চলাকালে
চকবাজার ফাঁড়ি পুলিশের এক?টি টিম উপ?স্থিত থে?কে সা?র্বিক সহ?যো?গিতা
ক?রেন। জনস্বা?র্থে উক্ত কার্যক্রম অব?্যাহত থাকবে বলে জানান, ভোক্তা
অধিকার অধিদপ্তর।