শুক্রবার ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২
লাকসাম পৌরসভার ১৯৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সৈয়দ মুজিবুর রহমান দুলাল
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১:২০ এএম আপডেট: ২৬.০৬.২০২৫ ২:০২ এএম |



 লাকসাম পৌরসভার  ১৯৬ কোটি টাকার  বাজেট ঘোষণা  কুমিল্লার লাকসাম পৌরসভায় নতুন কোনো করারোপ না করেই বুধবার (২৫ জুন) ২০২৫-২০২৬ অর্থবছরের প্রায় ১৯৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 
ওইদিন দুপুরে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক (অ.দা.) কাউছার হামিদ পৌরসভার সভা কক্ষে বিভিন্ন গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বাজেট ঘোষণা করেন। তিনি জানান, এবারের বাজেটে নতুন কোনো কর আরোপ না করে করের আওতা বৃদ্ধি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আখতার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম, শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সমাজ সেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরান আল মেহেদী প্রমুখ।
সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক বলেন, বাজেটে মোট আয় ধরা হয়েছে ১৯৫ কোটি ৯২ লাখ ৮২ হাজার ৪২৪ টাকা। ৭ কোটি ৭৩ লাখ ১২ হাজার ৪২৪ টাকা উদ্বৃত্ত রেখে মোট ব্যয় ধরা হয়েছে ১৮৮ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকা। 
বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩৩ কোটি ৭১ লাখ ২৯ হাজার ৬৯৬ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৭৪ লাখ ৭০ হাজার টাকা। বাজেটে সরকার ও বিভিন্ন প্রকল্প খাতে উন্নয়ন আয় ধরা হয়েছে ১৫৭ কোটি ৮৭ লাখ ২২ হাজার ৩০২ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৫৫ কোটি ২৫ লাখ টাকা।
এবারের বাজেটে সড়ক নির্মান খাতে সর্বোচ্চ ৬৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। এছাড়াও পানি নিস্কাশন ও জলবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার জন্য ২০ কোটি টাকা, ব্রীজ ও কালভার্ট নির্মাণে ১০ কোটি টাকা, পৌর সুপার মার্কেট নির্মাণে ৮ কোটি টাকা, বিশুদ্ধ পানি সরবরাহ ও পাম্প স্থাপনে ৫ কোটি টাকা, পৌর পার্ক নির্মাণ ও সৌন্দর্য বর্ধনে ৫ কোটি টাকা, পৌর অডিটরিয়াম ও বহুমূখী ভবন নির্মাণ এবং মেরামত খাতে ৪ কোটি টাকা, অবকাঠামো মেরামত, সংরক্ষণ ও পরিচালনা ৩ কোটি ৭৫ লাখ টাকা, পৌর কর্মচারী বেতন ৩ কোটি ৫০ লাখ টাকা, রাস্তা আলোকিতকরণ ৩ কোটি টাকা, স্যানিটেশন খাতে ১ কোটি ৪ লাখ টাকা, বাস টার্মিনাল নির্মাণে ১ কোটি টাকা, জিএপি এবং পিআরএপি বাস্তবায়নে ১ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়।
পৌর প্রশাসক কাউছার হামিদ জানান, অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এ পৌরসভায় ৫০ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে। লাকসাম পৌরসভাকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে 'স্মার্ট সিটি' পাইলট প্রকল্পের আওতায় আগামী অর্থবছরগুলোতে প্রায় ১০০ কোটি টাকার অবকাঠামোসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হবে। এ ছাড়াও আরইউটিডিপি প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়া আগামী ২০৩০ সাল পর্যন্ত ৪৫০ কোটি টাকার বহুমুখী প্রকল্প বাস্তবায়িত হবে।
এ সময় তিনি লাকসাম পৌরসভাকে স্মার্ট, পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও তথ্যপ্রযুক্তি নির্ভর একটি বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে উন্নয়ন কাজ বাস্তবায়নে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।















সর্বশেষ সংবাদ
‘মেধাবীরা মানবিকে পড়তে চায় না’!
কুমিল্লা বোর্ডে কমেছে পাশের হার ও জিপিএ-৫
বাড়ছে কুমিল্লার গোমতী নদীর পানি, ভাসছে কৃষকের ফসল
শতভাগ পাস মাত্র ২২টি প্রতিষ্ঠানে
কুমিল্লায় এসএসসিতে অকৃতকার্য ২ শিক্ষার্থীর আত্মহত্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর আ ত্ম হ ত্যা
এসএসসিতে কুমিল্লা বোর্ডে গড় পাসের হার ৬৩ দশমিক ৬০
কুমিল্লায় যাত্রা শুরু করলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র
মনোহরগঞ্জে লক্ষণপুর ইসলামিয়া ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন
বিয়ের ৩৬ দিনে মাথায় প্রবাসীকে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২