জাতীয়
রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের চলমান ‘শাটডাউনসহ’ সব
ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। রবিবার (২৯ জুন)
রাত সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের
(বিসিআই) কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।
আন্দোলনকারী
সংগঠন ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ এবং দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের
মধ্যে আলোচনার ফলেই এ সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে। এনবিআর সংস্কার ঐক্য
পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার
আনুষ্ঠানিকভাবে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় ব্যবসায়ীদের পক্ষে
বক্তব্য রাখেন বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ।
সংবাদ
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন,
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক
ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সহসভাপতি মির্জা আশিক রানা।
গত শনিবার থেকে
এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা ‘সম্পূর্ণ শাটডাউন’ কর্মসূচি পালন শুরু করলে
দেশের পণ্য আমদানি-রফতানি কার্যক্রমে চরম অচলাবস্থা দেখা দেয়। এর ফলে
চট্টগ্রাম বন্দর, ঢাকা কাস্টমস হাউজ, বেনাপোল, সোনামসজিদ, আখাউড়া,
বুড়িমারীসহ সব স্থলবন্দরে শুল্ক আদায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। পণ্য খালাস
স্থবির হয়ে পড়ে, যা রাজস্ব ঘাটতির পাশাপাশি আমদানি-রফতানি বাণিজ্যে বিরূপ
প্রভাব ফেলে।
তীব্র এই অচলাবস্থার পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষ ব্যবসায়ী
সংগঠনগুলোর পক্ষ থেকে দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়। সরকারের সঙ্গে
একাধিক দফায় আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে আন্দোলন
প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
আন্দোলন
প্রত্যাহারের ঘোষণার পর ব্যবসায়ী মহলে স্বস্তির নিশ্বাস ফিরে এসেছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, সোমবার থেকেই বন্দর ও কাস্টমস কার্যক্রম পুরোদমে
চালু হবে এবং বাণিজ্যে যে ক্ষতি হয়েছে তা দ্রুত পুষিয়ে নেওয়া সম্ভব হবে।
প্রসঙ্গত,
এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এনবিআরের কাঠামোগত সংস্কার, পদোন্নতি,
নিরপেক্ষতা ও মর্যাদা সংরক্ষণের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিল।