কৃষি
জমির মাটি সুরক্ষায় ইটভাটায় অভিযান চালিয়েছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা
প্রশাসন। সোমবার (২৬ জানুয়ারি) কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের সহায়তায়
উক্ত অভিযান পরিচালনা করা হয়। মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে
আবাদযোগ্য কৃষিজমির মাটি সংগ্রহের ঘটনায় অভিযান চালিয়ে উপজেলার ৫ ইটভাটাকে
১৩ লাখ টাকা জরিমানা করেছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। এসময় কুমিল্লা জেলা
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, কুমিল্লা
সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুর ১.০০ ঘটিকা থেকে বিকাল
৫.০০ ঘটিকা পর্যন্ত ৫ ইটভাটায় অভিযান চালিয়ে মহামান্য হাইকোর্টের আদেশ
অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির মাটি সংগ্রহ করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন
(নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা
ইউনিয়নের ফুনকা ব্রিকসকে ৫ লাখ টাকা ও গলিয়ারা ইউনিয়নের লিজা ব্রিকসকে ২
লাখ টাকা, জোড়কানন (পশ্চিম) ইউনিয়নের রহমান ব্রিকসকে ২ লাখ টাকা, ইউনূস
ব্রিকসকে ২ লাখ টাকা ও ইলিয়াছ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করেন উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
এসময়
কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ ও
পরিদর্শক জোবায়ের হোসেন, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ এবং আনসার
বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী
অফিসার সুজন চন্দ্র রায় দৈনিক কুমিল্লার কাগজকে জানান, কৃষি জমির মাটি
রক্ষার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি এব্যাপারে সবাইকে
সতর্ক থাকার আহবান জানান।
