স্টাফ
রিপোর্টার : কুমিল্লার লালমাইয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে পেরুল
উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি জাহাঙ্গীর আলমকে ১০ হাজার টাকা
জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফার
নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এই অর্থদণ্ড দেওয়া হয়।
আদালত সূত্রে জানা
গেছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনি ব্যানার ও ফেস্টুন অপসারণ করার
নির্দেশনা থাকলেও একটি সাইনবোর্ড যথাসময়ে সরানো হয়নি। নির্বাচনি আচরণবিধি
লঙ্ঘনের এই অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ
ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা জানান, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায়
রাখতে এবং আচরণবিধি কার্যকর করতে এই অভিযান অব্যাহত থাকবে।
