কুমিল্লা-৬
আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, আমার উদ্দেশ্য হলো
জনগণের উন্নয়নের জন্য কাজ করা, শুধু ভোট চাওয়া নয়। আমি কাজকে ভালবাসি,
কাজের মধ্যে থাকতে চাই। আপনারা যদি মনে করেন আমি আপনাদের জন্য কাজে লাগবো
তাহলে আমাকে নির্বাচিত করুন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে
বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে পথসভার মাধ্যমে প্রচারণার অংশ হিসেবে গতকাল
সোমবার বিকাল ৪ টায় পাঁচথুবি ইউনিয়নের শাহাপুর ও নগরীর ২৩ এবং ২৪ নং ওয়ার্ড
বিএনপির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মনিরুল হক
চৌধুরী বলেন, আপনারা তো সারাজীবন কত মানুষকেই নির্বাচিত করেছেন, তাহলে
আপনাদের রাস্তাঘাটের এই অবস্থা কেন? এমন নেতাদেরকে বেধে রাখবেন। আমি যদি
নির্বাচিত হই, মাত্র দুই বছরের মধ্যে উল্লেখযোগ্য অবদান না রাখলে আমি
ক্ষমতা থেকে নেমে যাব কথা দিলাম।
তিনি আরো বলেন, এই নগরীকে স্যাটেলাইট
নগরীতে রূপান্তরিত করা হবে। এই কুমিল্লাকে সার্বজনীন শহরে রূপান্তরিত করব।
সামাজিক, অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে যাবে কুমিল্লা।
কুমিল্লাকে নিয়ে আমার স্বপ্ন যেন এই জনপদের সকলের স্বপ্ন হয় এটাই আমার
চাওয়া। গত ১৬ বছরে এই অঞ্চলে কোন কাজ হয়নি। আমি নির্বাচিত হলে এলাকার চিত্র
পাল্টে যাবে ইনশাআল্লাহ।
নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা
মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা
টিপু, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সাধারণ সম্পাদক শফিউল আলম
রায়হান, কুমিল্লা মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক আমিরুল পাশা রাকিব,
কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ভিপি
আব্দুল্লাহসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও দূপুর ১২ টায় সদর ও সদর দক্ষিণ উপজেলা যুবদলের সাথে মতবিনিময় সভা করেন তিনি।
