মঙ্গলবার ২৭ জানুয়ারি ২০২৬
১৪ মাঘ ১৪৩২
আজ কুমিল্লায় এনসিপির পদযাত্রা ও পথসভা শুরু
শাহীন আলম
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১:৩০ এএম আপডেট: ২৭.০১.২০২৬ ২:১৪ এএম |


আজ কুমিল্লায়  এনসিপির  পদযাত্রা ও  পথসভা শুরু  সুশাসন, রাষ্ট্রীয় সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লায় দুই দিনের পদযাত্রা ও পথসভা কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে কাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) কুমিল্লা নগরীতে এবং পরদিন বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে।
নির্বাচনী এসব পদযাত্রার নেতৃত্ব দিবেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পদযাত্রা ও পথসভার বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ্। 
জানা গেছে, গণভোটে হ্যাঁ, শাপলাকলি ও ১১ দলীয় জোটের প্রার্থীদের সমর্থনে প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কুমিল্লা টাউন হল মাঠে একটি পথসভা অনুষ্ঠিত হবে। ওই পথসভায় বক্তব্য রাখবেন সাবেক উপদেষ্টা ও এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা-৪ দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ্ বলেন, সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা, দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা এবং গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার প্রচারণার উদ্দেশ্যে দেশজুড়ে ১১ দিনব্যাপী এই নির্বাচনী পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। এ পদযাত্রা ও পথসভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ১১ দলীয় জোট প্রার্থীদের জন্য ভোট চাওয়া হবে। তিনি আরও বলেন, পদযাত্রায় ১১ দলীয় জোটের জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।










 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় এনসিপির পদযাত্রা ও পথসভা শুরু
আমার উদ্দেশ্য জনগণের জন্য কাজ করা: মনিরুল হক চৌধুরী
দক্ষ কাস্টমস গড়ে তুলতে কুমিল্লায় আলোচনা সভা
হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী
বি এ মুসলিমউচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দেশ গড়ার পরিকল্পনা জানালেন তারেক রহমান
কুমিল্লা ১০ আসনে মনোনয়ন ফিরে পেলেন বিএনপি নেতা মোবাশ্বের
শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
কুমিল্লা- চাঁদপুরের সব আসনে জিতবে বিএনপি
প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়বে কত?
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২