মো. হাবিবুর রহমান ও সাজ্জাদ হোসেন ঃ
কুমিল্লার
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুঃ রেজা হাসান বলেছেন,"আজ থেকে ১২ তারিখ
পর্যন্ত আপনারা সরাসরি নির্বাচন কমিশনের অধীনে এবং নির্বাচনের কাজে
নিয়োজিত। আপনাদের ব্যক্তিগত কোনো দল নেই, কোনো মত নেই। আপনারা
পেশাদারিত্বের ঊর্ধ্বে থেকে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবেন।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের কোনো প্রকার পক্ষপাতিত্ব সহ্য করা হবে না।"
তিনি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-৩ মুরাদনগর সংসদীয়
আসনে ভোটগ্রহণের লক্ষ্যে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের
দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সোমবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে
এসব কথা বলেন।
কুমিল্লা জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমানের
সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী
রিটার্নিং অফিসার মোঃ আবদুর রহমান এবং মুরাদনগর থানার ওসি মো. হাসান জামিল
খাঁন।
নিরাপত্তা প্রসঙ্গে ওসি মো. হাসান জামিল খাঁন জানান, ভোটকেন্দ্রে
শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ
সতর্ক অবস্থানে থাকবে।
মুরাদনগর উপজেলা নির্বাচন অফিসার বেদারুল ইসলাম
জানান, ১৫৯টি ভোট কেন্দ্রের জন্য ১৫৯ জন প্রিজাইডিং, ৯৩৩ জন সহকারী
প্রিজাইডিং ও ১৮৬৬ জন পোলিং অফিসার এই প্রশিক্ষণে অংশ নেন।
