সোমবার ২৬ জানুয়ারি ২০২৬
১৩ মাঘ ১৪৩২
নরসিংদীতে কুমিল্লার মেকানিকের আগুনে পোড়া লাশ উদ্ধার
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১:২৩ এএম আপডেট: ২৬.০১.২০২৬ ১:৫১ এএম |


 নরসিংদীতে কুমিল্লার মেকানিকের আগুনে পোড়া লাশ উদ্ধারনরসিংদীতে গাড়ি মেরামতের গ্যারেজ থেকে ঘুমন্ত অবস্থায় চঞ্চল ভৌমিক (২৫) নামের এক যুবকের আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের দগরিয়া এলাকায় পুলিশ লাইনসের পাশে একটি গ্যারেজে দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ভোরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দোকানে চঞ্চল ভৌমিকের পোড়া লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় দোকানের মালিক মাসুদ রানা বাবুল বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। তবে পুড়িয়ে হত্যা নাকি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে মারা গেছেন কি-না এ বিষয়ে নিশ্চিত করেনি পুলিশ। 
শনিবার (২৪ জানুয়ারি) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার’ ঘটনা হিসেবে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।
মৃত চঞ্চল ভৌমিক কুমিল্লার বরুড়া থানার লক্ষ্মীপুর গ্রামের খোকন ভৌমিকের ছেলে।
তিনি গাড়ি মেরামতের ওই দোকানের কর্মী ছিলেন। ভৌমিক কয়েক বছর আগে নরসিংদী আসেন এবং গাড়ি মেরামতের ওই দোকানে কাজ নেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী পুলিশ লাইনসের পাশে খানাবাড়ি মসজিদ মার্কেটের একটি গ্যারেজে কর্মরত ছিলেন চঞ্চল ভৌমিক। প্রতিদিনের মতো কাজ শেষে করে শুক্রবার রাতেও গ্যারেজে ঘুমিয়েছিলেন তিনি।
গভীর রাতে অজ্ঞাতনামা একজন দোকানের শাটারের সামনে আগুন ধরিয়ে দেয়। দোকানের ভেতরে পেট্রোল ও মবিল মজুত থাকায় মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ভেতর থেকে দোকানের শাটার বন্ধ থাকায় চঞ্চল বের হতে পারেননি। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিসিটিভির ফুটেজের বরাত দিয়ে পুলিশ জানায়, ফুটেজে দেখা গেছে, শুক্রবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে একটি ছেলে আশপাশ থেকে পরিত্যক্ত কাপড়, কাগজ জমিয়ে গ্যারেজের শাটারের সামনে আগুন ধরিয়ে দিয়েছে।
তারপর সে প্রায় তিনটা পর্যন্ত সেখানে অবস্থান করে। এরমধ্যে সে সেখানে বসে কিছু খাওয়া-দাওয়া করে। 
খবর পেয়ে ভোর ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ভৌমিকের অগ্নিদগ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। পরের দিন সকালে লাশ উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে চঞ্চলের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে শনিবার সন্ধ্যায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।
নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসহাক মিয়া বলেন, এ ঘটনায় প্রথমে ধারণা করা হয়, শর্টসার্কিটের আগুনে দগ্ধ হন চঞ্চল। কিন্তু সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, অজ্ঞাতনামা এক ব্যক্তি আশপাশ থেকে মবিল মাখা কাগজ-কাপড় কুড়িয়ে এনে ওই গ্যারেজের সামনে আগুন ধরান। তবে তার আচার-আচরণ মানসিক প্রতিবন্ধী ব্যক্তির মতো মনে হচ্ছে। এ থেকে আগুনের সূত্রপাত কি-না, বোঝা যাচ্ছে না। ঠিক কীভাবে আগুন লাগল, তা নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন কালের কণ্ঠকে বলেন, ঘটনাস্থলের সিসিটিভির কিছু ভিডিও হাতে পেয়েছি। যেখানে ওই দোকানের সামনে একজনকে দেখা গেছে। তিনি ওই দোকানের সামনে আশপাশের পরিত্যক্ত জুট দিয়ে আগুন ধরিয়ে বসে রুটি খেয়েছে। সে এক ঘণ্টা ২০ মিনিট সেখানে অবস্থান করেছিল। প্রাথমিকভাবে তাকে অপ্রকৃতিস্থ মনে হয়েছে। সে হয়ত বুঝতেই পারেনি কি ঘটেছে। 
এ ঘটনায় দোকানের মালিক মাসুদ রানা রুবেল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেছেন। আমরা ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছি বলে জানান ওসি।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
দেশ গড়ার পরিকল্পনা জানালেন তারেক রহমান
সমালোচনা করে পেট ভরবে না
কোনো কোনো দল আছে, দেশের মানুষকে ধোঁকা দিতে চায়
কুমিল্লা ১০ আসনে মনোনয়ন ফিরে পেলেন বিএনপি নেতা মোবাশ্বের
নরসিংদীতে কুমিল্লার মেকানিকের আগুনে পোড়া লাশ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
সাত্তার খান শপিং কমপ্লেক্সের ছয় তলার একটি গোডাউনে আগুন
৩০০ ফিটের আদলে বিশাল মঞ্চ, জনসমুদ্রে রূপ নিবে ডিগবাজি মাঠ
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২