রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত করা হয়েছে।
সোমবার
(২৬ জানুয়ারী) রাত ১০টায় বিএনপি’র ভেরিফাইড ফেসবুক পেজে দলীয় প্যাডে দলটির
সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রেস
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। শীঘ্রই চান্দিনা উপজেলা বিএনপি’র নতুন কমিটি
ঘোষণা করা হবে বলে জানান তিনি।
এর আগে গত ২১ জানুয়ারী দলীয় শৃঙ্খলা
ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপি সভাপতি মো. আতিকুল আলম শাওনকে দলের সব পদ
থেকে বহিষ্কার করে দলটি। আতিকুল আলম শাওন দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ চান্দিনা আসন থেকে স্বতন্ত্র
প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী
হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন ড. রেদোয়ান আহমেদ। ওই আসনে ১১ দলীয়
জোট প্রার্থীসহ মোট পাঁচজন প্রার্থী লড়াই করছেন।
