নিজস্ব
প্রতিবেদক: দলের চেয়ারম্যান তারেক রহমানকে জয়ের প্রতিশ্রুতি দিলেন
কুমিল্লার সুয়াগাজী ফুলতলী মাঠে নির্বাচনী জনসভায় উপস্থিত কুমিল্লা ও
চাঁদপুরের বিএনপি মনোনীত প্রার্থীরা। কুমিল্লার ১১ টি আসন এবং চাঁদপুরের ৫
টি আসলে বিএনপি'র মনোনীত প্রার্থী সবাই জয়ী হয়ে আসনটি বিএনপি চেয়ারম্যানকে
উপহার দিবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির
সভাপতি ও কুমিল্লা- ৮ বরুড়া আসন থেকে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের
সুমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ও চাঁদপুর জেলার মোট ১৪ টি
আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা। নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য
রাখেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সভার শেষে উপস্থিত জনগণের কাছে বিএনপি
প্রার্থীদের জয়ী করার আবেদন জানান তিনি।
এর আগে দক্ষিন জেলা বিএনপির
নির্বাচনি সমন্বয়ক ও চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন
বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমনে নেতাকর্মীরা আরো বেশি উজ্জীবিত
হয়েছে। ১২ই ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকের বিজয়ের জন্য তারা একাত্ম হয়ে কাজ
করবে। আমরা কুমিল্লার প্রতিটি আসনে ধানের শীষ কে বিজয়ী করবো ইনশাআল্লাহ।
একই
প্রত্যয় ব্যক্ত করেন কুমিল্লা-০৬ আসনের প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের
উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, কুমিল্লা -৭ আসনের প্রার্থী ও সাবেক
মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ।
চাঁদপুরের বিএনপি
মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী আনম এহসানুল হক মিলনও কুমিল্লার প্রার্থীদের
সাথে তালমিলিয়ে বলেন চাঁদপুরের সবকটি আসনে বিএনপি বিজয়ী হবে।
সভার
সভাপতি ও কুমিল্লা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন
বলেন, আমরা বিএনপি ঐক্যবদ্ধ আছি। আগামীর সংসদ নির্বাচনে আমরা সবকটি আসলে
বিজয়ী হব।
সভায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা -০৯ এর বিএনপি প্রার্থী ও
কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য
প্রার্থী জসিম উদ্দিন, কুমিল্লা-১০ আসনের প্রার্থী মোবাশ্বের বলম ভুইয়া, ,
চাঁদপুর -০২ এর প্রার্থী জালাল উদ্দিন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক
সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াসহ
অন্যান্যরা।
