বুধবার ২৮ জানুয়ারি ২০২৬
১৫ মাঘ ১৪৩২
নির্বাচনের সময় যান চলাচলে যেসব বিধিনিষেধ দিল ইসি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১:০৭ এএম আপডেট: ২৮.০১.২০২৬ ১:৩৩ এএম |


 নির্বাচনের সময়  যান চলাচলে যেসব  বিধিনিষেধ দিল ইসিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় যানবাহন চলাচলের ওপর নির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের দিন, ১২ ফেব্রুয়ারি, ট্রাক, মাইক্রোবাস, পিকআপ ও ট্যাক্সিক্যাবসহ চার ধরনের যানবাহন ২৪ ঘণ্টা চলাচলে বন্ধ থাকবে। এছাড়া নির্বাচনের আগে ও পরে তিন দিন মোটরসাইকেল চলাচলও নিষিদ্ধ থাকবে।
মঙ্গলবার নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এছাড়া ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।
নিষেধাজ্ঞার বাইরে থাকবেন—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসন, জরুরি সেবা ও চিকিৎসা সরবরাহের যানবাহন, সংবাদপত্রবাহী যানবাহন, বিমানবন্দরযাত্রা সম্পর্কিত যানবাহন, দূরপাল্লার যাত্রী পরিবহন, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা বা এজেন্টদের যানবাহন (রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শনের শর্তে), সাংবাদিক ও অনুমোদিত পর্যবেক্ষকরা।
এছাড়া, জাতীয় মহাসড়ক, গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক ও স্থানীয় প্রয়োজনীয়তা অনুযায়ী সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার/অন্যান্য কর্তৃপক্ষকে প্রয়োজনমতো নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার অনুমতি দেওয়া হয়েছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
চার শতাধিক পিস্তল হারানো আছে, যা দুশ্চিন্তার বিষয়
৩০ জানুয়ারির জনসভায় ঘোষণা হবে কুমিল্লার ভবিষ্যৎ রোডম্যাপ
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার
না ভোট দেওয়া মানে গোলামিকে বরণ করে নেওয়া: হাসনাত
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিধি না মেনে দেয়াল নির্মাণ করছে কুমিল্লা কারা কর্তৃপক্ষ
কুমিল্লা-১০ আসনে ধানের শীষ প্রতীক পেলেন মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া
আমার উদ্দেশ্য জনগণের জন্য কাজ করা: মনিরুল হক চৌধুরী
আজ কুমিল্লায় এনসিপির পদযাত্রা ও পথসভা শুরু
দায়িত্বপ্রাপ্তদের কোনো প্রকার পক্ষপাতিত্ব সহ্য করা হবে না
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২