আসন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় যানবাহন চলাচলের ওপর নির্দিষ্ট
বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের দিন, ১২
ফেব্রুয়ারি, ট্রাক, মাইক্রোবাস, পিকআপ ও ট্যাক্সিক্যাবসহ চার ধরনের যানবাহন
২৪ ঘণ্টা চলাচলে বন্ধ থাকবে। এছাড়া নির্বাচনের আগে ও পরে তিন দিন
মোটরসাইকেল চলাচলও নিষিদ্ধ থাকবে।
মঙ্গলবার নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে
বলা হয়েছে-১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা
পর্যন্ত ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এছাড়া ১০
ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত
মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।
নিষেধাজ্ঞার বাইরে থাকবেন—আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসন, জরুরি সেবা ও চিকিৎসা
সরবরাহের যানবাহন, সংবাদপত্রবাহী যানবাহন, বিমানবন্দরযাত্রা সম্পর্কিত
যানবাহন, দূরপাল্লার যাত্রী পরিবহন, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা বা
এজেন্টদের যানবাহন (রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শনের
শর্তে), সাংবাদিক ও অনুমোদিত পর্যবেক্ষকরা।
এছাড়া, জাতীয় মহাসড়ক,
গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক ও স্থানীয় প্রয়োজনীয়তা অনুযায়ী সংশ্লিষ্ট জেলা
ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার/অন্যান্য কর্তৃপক্ষকে
প্রয়োজনমতো নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার অনুমতি দেওয়া হয়েছে।
