সোমবার ২৬ জানুয়ারি ২০২৬
১৩ মাঘ ১৪৩২
রূপসী বাংলা পত্রিকার সম্পাদক হাসিনা ওহাব আর নেই
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১:২৩ এএম আপডেট: ২৬.০১.২০২৬ ১:৫০ এএম |



 রূপসী বাংলা পত্রিকার সম্পাদক হাসিনা ওহাব আর নেইনিজস্ব প্রতিবেদক: দৈনিক রূপসী বাংলা পত্রিকার সম্পাদক হাসিনা ওহাব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার ভোর সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সকাল থেকেই নগরীর বাগিচাঁগাও এলাকায় অবস্থিত রূপসী বাংলা ভবনে মরহুমার নিজস্ব বাসভবনে আত্মীয়-স্বজনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সদস্য ও গণমাধ্যম কর্মীরা ছুটে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দৈনিক রূপসী বাংলার সম্পাদক হাসিনা ওহাবের মৃত্যুতে শোক ও সমবেদনা জানাতে দেখা যায় অসংখ্য মানুষকে। অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে গভীর সমবেদনা জানান। 
হাসিনা ওহাবের কর্মময় জীবন ছিল বেশ বর্ণাঢ্য। তিনি ১৯৬৩ সনে ঢাকা বিশ^বিদ্যালয়ের অধীনে ইডেন কলেজে বাংলা অনার্স সম্মান শ্রেণিতে ভর্তি হন। ২ বছর সেখানে পড়ালেখা করার পর হাসিনা ওহাব ১৯৬৫ সনে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে কুমিল্লায় বসবাস শুরু করেন। ১৯৬৭ সনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে সম্মান শিক্ষাবর্ষ শুরু হলে তিনি বাংলায় সম্মান ডিগ্রী অর্জনের জন্য ভর্তি হন। সে সময় তিনিই ছিলেন সম্মান শ্রেণির একমাত্র নারী শিক্ষার্থী। হাসিনা ওহাব কুমিল্লা পৌরসভার কমিশনার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় মহিলা সংস্থার সাধারণ সম্পাদক, আত্মনিবেদিতা মহিলা সংস্থার সভাপতির দায়িত্ব পালন করেন দীর্ঘ বছর। তিনি কুমিল্লা হাই স্কুল, লুৎফুন্নেছা স্কুল এবং বাগিচাগাঁও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন কিছুদিন। অত্যন্ত ধর্মপরায়ণ হিসেবে তিনি এলাকায় বেশ সুনাম অর্জন করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি তাঁর স্বামী দৈনিক রূপসী বাংলার প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল ওহাবের সহযোগি হিসেবে দৈনিক রূপসী বাংলায় বেশ অবদান রাখেন। নারী সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য হাসিনা ওহাব প্রথম আলো-ডেইলি স্টার এবং স্কয়ার গ্রুপ থেকে কীর্তিমতী সাংবাদিকের সম্মাননা লাভ করেন।  
গতকাল বাদ জোহর নগরীর পশ্চিম বাগিচাঁগাও এলাকার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাগিচাঁগাও কবরস্থানে দৈনিক রূপসী বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা ও তার স্বামী মরহুম অধ্যাপক আবদুল ওহাবের কবরের পাশে তাকে দাফন করা হয়। দাফন কার্যক্রমে অংশ নেন মরহুমার মেঝ পুত্র দৈনিক রূপসী বাংলার নির্বাহী সম্পাদক আরিফ অরুণাভ, কনিষ্ঠ পুত্র প্রধান বার্তা সম্পাদক আসিফ তরুণাভ, জামাতাগণ, আত্মীয়-স্বজন ও শুভাকাক্ষীরা। এ সময় মরহুমার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
হাসিনা ওহাবের নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মহানগর আমির  ও জামায়াত মনোনীত কুমিল্লা সদর-৬ আসনের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ, বিএনপি নেতা আতাউর রহমান ছুটি, জামায়াত ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাশুক আলতাফ চৌধুরী, কুমিল্লার কাগজ সম্পাদক মো. আবুল কাশেম (হৃদয়), দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা, প্রেস ক্লাব সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, আমার শহর সম্পাদক গাজিউল হক সোহাগ, বাংলার আলোড়ন সম্পাদক মো. রফিকুল ইসলাম, কুমিল্লার জমিন সম্পাদক শাহজাদা এমরানসহ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ কুমিল্লা ক্লাবের আপ্যায়ণ ও আমোদ প্রমোদ সম্পাদক ওমর ফারুক শাহীনের নেতৃত্বে কুমিল্লা ক্লাবের সদস্যবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা এবং রূপসী বাংলা ভবন ফ্ল্যাট মালিক সমিতির পক্ষ থেকে মো: হাবিবুর রহমান খান, আজাদ মাসুম চৌধুরী, ব্যাংকার মো: হুমায়ুন কবীর, কাউছার আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী রাসেল আহমেদ, মানবাধিকার কর্মী আলী আকবর মাসুমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার বিশিষ্টজন, দৈনিক রূপসী বাংলা পত্রিকার সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং মরহুমার আত্মীয়-স্বজন ও মুসল্লিগণ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
দেশ গড়ার পরিকল্পনা জানালেন তারেক রহমান
সমালোচনা করে পেট ভরবে না
কোনো কোনো দল আছে, দেশের মানুষকে ধোঁকা দিতে চায়
কুমিল্লা ১০ আসনে মনোনয়ন ফিরে পেলেন বিএনপি নেতা মোবাশ্বের
নরসিংদীতে কুমিল্লার মেকানিকের আগুনে পোড়া লাশ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
সাত্তার খান শপিং কমপ্লেক্সের ছয় তলার একটি গোডাউনে আগুন
৩০০ ফিটের আদলে বিশাল মঞ্চ, জনসমুদ্রে রূপ নিবে ডিগবাজি মাঠ
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২