দাউদকান্দিতে
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, এসিল্যান্ড ও স্থানীয়
পুলিশের সমন্বয়ে ডি.কে. গ্যাং ও টেস্টার গ্যাং নামে পরিচিত দুটি কিশোর
গ্যাংয়ের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে
পরিচালিত ওই অভিযানে সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালনা ও গ্যাং সংস্কৃতির
মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির সময় হাতেনাতে মোট ১১ জনকে আটক করা হয়। আটককৃতরা
মো. সাদ্দামের নেতৃত্বে সংঘবদ্ধভাবে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘদিন ধরে
জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছিল বলে জানায় আইনশৃঙ্খলা
বাহিনী।
অভিযানকালে পুলিশ আটককৃতদের কাছ থেকে প্রয়োজনীয় আলামত ও ভিডিও
ফুটেজ সংগ্রহ করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে হেলমেট ও বৈধ
কাগজপত্র না থাকায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় সাতটি
অবৈধ মোটরসাইকেল জব্দ করে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়।
পরবর্তীতে
আটককৃতদের অভিভাবকরা উপস্থিত হলে তাদের কাছ থেকে মুচলেকা গ্রহণ করে ১১ জন
কিশোর গ্যাং সদস্যকে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়।
অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে সাতটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন।
