রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১:৪৪ এএম |




  ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের

পেশাদার টেনিসে নতুন মাইলফলক স্পর্শ করলেন নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছানোর মাধ্যমে বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় রজার ফেদেরারের একটি রেকর্ড স্পর্শ করেছেন।
২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ বিশ্বের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামে ৪০০টি ম্যাচ জয় করার কীর্তি রচনা করেছেন। অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ডে নেদারল্যান্ডসের বোটিক ফন দা শনসকুপকে ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৪) ব্যবধানে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠলেন তিনি। প্রথম দুই সেট সহজেই জিতে নেন জোকোভিচ, তবে তৃতীয় সেটে প্রতিপক্ষের সঙ্গে শক্ত লড়াই করতে হয়।
মেলবোর্ন পার্কে এই জয় দিয়ে জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনে ১০২টি ম্যাচ জিতে ফেদেরারের রেকর্ডের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করেন। জয়ের পর ১০বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ বলেন, পরিস্থিতি অনেক বদলে গেছে। আমি এখন এগিয়ে থাকতে পারছি না। গত এক বছরে বেশ কিছু জিনিস শিখেছি। কয়েকটা গ্র্যান্ড স্ল্যামে প্রথম দিকেই উত্তেজিত হয়ে পড়েছিলাম। ভাল খেলে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত উঠছিলাম। তার পর এগোতে পারছিলাম না। এ বারও শুরুটা ভাল হয়েছে। যেমনটা চেয়েছিলাম। তরুণদের সঙ্গে লড়াই করার জন্য আমাকে সবটা উজাড় করে দিতে হয়। আমি এখনও লড়ে যাচ্ছি। চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে কার্লোস আলকারাজ, ইয়ানিক সিনাররা অন্য মাত্রার টেনিস খেলে এখন।’
তিনি আরও বলেছেন, ‘কোর্টে নেমে পড়লে আর খেলা শুরু হয়ে গেলে সব সম্ভাবনাই থাকে। আমার জয়ের সম্ভাবনাও থাকে। আমি আরও ভাল লড়াইয়ের দিকে তাকিয়ে রয়েছি।’
জোকোভিচের মতোই অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ডের বাধা অতিক্রম করেছেন অন্য বাছাই খেলোয়াড়েরা। অষ্টম বাছাই বেন শেলটন ৬-৪, ৬-৪, ৭-৬ (৭-৫) ব্যবধানে হারিয়েছেন ভ্যালেন্টিন ভাচেরটকে। নবম বাছাই টেলর ফ্রিৎজ ৭-৬ (৭-৫), ২-৬, ৬-৪, ৬-৪ ব্যবধানে হারিয়েছেন স্ট্যানিসলাস ওয়াকিঙ্কাকে। পঞ্চম বাছাই লরেঞ্জো মুসেত্তি ৫-৭, ৬-৪, ৬-২, ৫-৭, ৬-২ ব্যবধানে হারিয়েছেন থমাস মাচাককে।
অন্য দিকে মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে জয় পেয়েছেন দ্বিতীয় বাছাই ইগা শিয়নটেক। তিনি ৬-১, ১-৬, ৬-১ ব্যবধানে হারিয়েছেন আনা কালিনস্কায়াকে। পঞ্চম বাছাই এলিনা রাইবাকিনা ৬-২, ৬-৩ ব্যবধানে টেরেজা ভ্যালেনতোভাকে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন।
চতুর্থ বাছাই অ্যামান্ডা অ্যানিসিমোভা ৬-১, ৬-৪ ব্যবধানে হারিয়েছেন পেটন স্টেয়ার্নকে। তৃতীয় রাউন্ডে সহজ জয় পেয়েছেন ষষ্ঠ বাছাই জেসিকা পেগুলা, নবম বাছাই ম্যাডিসন কিসেরা।
অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে ম্যাচ ছেড়ে দিলেন জাপানের সাবেক গ্র্যান্ড স্লামজয়ী নওমি ওসাকা। অসুস্থতার জন্য ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে নাম প্রত্যাহার করে নেন তিনি। ম্যাডিসন ইংলিস বিনা লড়াইয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন।
প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানো নিয়ে চারবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ওসাকা বলেছেন, ‘আগের ম্যাচের পর মনে হয়েছে, আমার শরীরের যত্ন প্রয়োজন। সে কারণেই আমাকে সরে দাঁড়ানোর মতো কঠিন সিদ্ধান্ত নিতে হল। এই প্রতিযোগিতা নিয়ে খুব উৎসাহিত ছিলাম। তৃতীয় রাউন্ডের ম্যাচ জিতে এগিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু আমাকে থামতেই হচ্ছে। খারাপ লাগলেও শরীরের আরও ক্ষতি হতে দিতে পারি না। আপনাদের ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। সকলে আমার জন্য ভাবায় আমি কৃতজ্ঞ। সব সময় দলের সকলকে পাশে পাই। আয়োজকদেরও পাশে পেয়েছি। তাঁদেরও ধন্যবাদ।’















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
রাজনীতি যেন লুটেরাদের বিনিয়োগের ক্ষেত্র না হয় : হাসনাত আবদুল্লাহ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২