কুমিল্লা
নগরীর কান্দিরপাড়ের সাত্তার খান শপিং কমপ্লেক্সের ছয় তলায় এজটি গোডাউনে
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে সাতটার দিকে শপিং
কমপ্লেক্সের ছয় তলায় পেছনের দিকের একটি জামা জুতার গোডাউনে এই অগ্নিকাণ্ডের
ঘটনা ঘটে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল
ডিফেন্স স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
কুমিল্লা ফায়ার সার্ভিস
ও সিভিল ডিফেন্স স্টেশন এর সিনিয়র স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম জানান,
সাত্তার খান শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলায় পেছনের দিকের একটি গোডাউনে
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা
করা হচ্ছে, গোডাউন দিতে একটানা কোন বাতি জ্বলছিল এবং মালামাল খুব গাদাগাদি
করে রাখায় সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত
আগুন নিভিয়ে ফেলে।
এদিকে আগুনের ঘটনার পর থেকে সাত্তার খান শপিং
কমপ্লেক্স সহ আশেপাশের কান্দিরপাড় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশের
মার্কেট ও দোকানপাটগুলো বেশির ভাগ বন্ধ করে দেয়া হয়। এ সময় কান্দিরপাড় থেকে
মনোহরপুর সড়কে মানুষের ব্যাপক উপস্থিতিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার
সার্ভিস কর্মীরা শপিংমলের সামনের সিঁড়ি দিয়ে ও পিছন থেকে রানের দিঘী থেকে
ছয়তলার উপরে পানি সরবরাহ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় স্বেচ্ছাসেবী একজন
উদ্ধার কর্মী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী
অন্যান্য কর্মীরা উদ্ধার করে।
সাত্তার খান শপিং কমপ্লেক্সের দোকানিরা
জানান, আগুনের সূত্রপাতের পর মার্কেটের ভেতরে সৃষ্টি হয় এবং ক্রেতা ও
বিক্রেতারা দ্রুত মার্কেট ছেড়ে বেরিয়ে যান। সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ যে
বড় কোন দুর্ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম
জানান, অগ্নিকাণ্ডে একটি দোকানের গোডাউনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির
পরিমাণ নিরূপণ করা হচ্ছে। এছাড়াও অগ্নিকাণ্ডের অন্য কোন কারণ আছে কিনা সেটি
খতিয়ে দেখা হচ্ছে।
