কুমিল্লা
আদর্শ সদর উপজেলার ঐতিহ্যবাহী বি এ মুসলিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৫৭তম
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গনে
দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান,
নৃত্যসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রাণবন্ত
পরিবেশে আয়োজিত এসব ইভেন্টে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভার
সুন্দর প্রকাশ ঘটে। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে
পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং
কমিটির সভাপতি মোঃ রেজাউল কাউয়ুম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আল্লাহ
তা'য়ালা এই দেশের মাটিকে একটি বিভীষিকাময় পরিস্থিতি থেকে উদ্ধার করেছেন।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আরও সুন্দর ও
সুশৃঙ্খলভাবে আয়োজন করা হবে। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি যেভাবে
সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে, তা অত্যন্ত প্রশংসনীয় উল্লেখ করে
তিনি বলেন, শিক্ষার্থীরা যেন আগামী দিনে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে
উচ্চশিক্ষার সুযোগ পায়—সে লক্ষ্যেই একটি উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার
প্রত্যাশা রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ
আবু তাহের বলেন, আজকের এই আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি তাদের
মেধা ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিশুদের সুস্থ ও
পরিপূর্ণভাবে বেড়ে ওঠার জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা অত্যন্ত জরুরি বলে
তিনি মন্তব্য করেন। এ সফল আয়োজন বাস্তবায়নে সহযোগিতাকারী সকলের প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আদর্শ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজালাল, আদর্শ সদর উপজেলার
আড়াইওড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক মোঃ ওমর ফারুক, কে টিভির সত্ত্বাধিকারী
মোঃ কামাল হোসেন এবং প্রতিষ্ঠানের দাতা সদস্য মোঃ ফরিদ আহমেদ লিটন।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও স্মরণীয় হয়ে ওঠে।
