রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
তারেক রহমানের আগমন ঘিরে চৌদ্দগ্রামে উচ্ছ্বসিত নেতাকর্মীরা
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ২:০৬ এএম আপডেট: ২৫.০১.২০২৬ ২:৩৯ এএম |



 তারেক রহমানের আগমন ঘিরে চৌদ্দগ্রামে উচ্ছ্বসিত নেতাকর্মীরারবিবার ২৫ জানুয়ারী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চৌদ্দগ্রামে আগমন উপলক্ষে উপজেলা বিএনপি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন দক্ষিণ জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন। তিনি বলেন- বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২৫শে জানুয়ারি চট্টগ্রাম থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এরপর একইদিন দুপুরবেলা ফেনী জনসভার শেষ করে বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি আয়োজিত চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। তারেক রহমানের আগমনকে ঘিরে চৌদ্দগ্রামে একটি পৌরসভা তেরটি ইউনিয়নে নেতাকর্মীদের মাঝে উৎসবেরে আমেজ বিরাজ করছে। সমাবেশে তারেক রহমান সহ জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য রাখবেন।
তিনি আরো বলেন- বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চৌদ্দগ্রামে এই প্রথমবার ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুল হুদার নির্বাচনী সমাবেশ আসছেন। চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি তারেক রহমানের আগমনকে ঘিরে মঞ্চ নির্মাণের কাজ শেষ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কুমিল্লা ১১( চৌদ্দগ্রাম) ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুল হুদা । ১২দলীয় জোটের শরিফ জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, পৌরসভা বিএনপির সভাপতি জি এম তাহের পলাসী, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ মজুমদার, সহ-সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, শাহাবুদ্দিন লাল্টু,কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ছুট্ট, উপজেলা জাতীয় পার্টি সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশা সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ার প্রমুখ।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
রাজনীতি যেন লুটেরাদের বিনিয়োগের ক্ষেত্র না হয় : হাসনাত আবদুল্লাহ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২